বিশ্ব ডায়াবেটিস দিবসে নভো নরডিস্কের কার্যক্রম শুরু

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস সামনে রেখে ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে নভো নরডিক্স’য়ের সচেতনতা মূলক কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2017, 07:51 AM
Updated : 12 Nov 2017, 07:51 AM

দেশব্যাপী ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও পদ্মা টেক্সটাইলের সহায়তায় কাজ করছে এই ওষুধ তৈরির প্রতিষ্ঠান।

এই কার্যক্রমের আওতায় সারাদেশে ১৫০টি র‌্যালি, ১৫ হাজার গর্ভবতী নারীদের ডায়াবেটিস পরীক্ষা, পাঁচ হাজার ডায়াবেটলজিস্ট এবং দুই হাজারেরও বেশি স্ত্রীরোগ বিশেষজ্ঞদের ডায়াবেটিস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেবে।

এই উপলক্ষ্যে আয়োজিত রাজধানীর দি ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন, ডেনমার্কে রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথার, নভো নরডিস্ক’য়ের ব্যবস্থাপনা পরিচালক আনন্দ শেঠি ও বাজারজাতকরণ বিভাগের প্রধান ডা. মোহাম্মাদ সাইফুল, ডায়াবেটিস পরিবর্তনের শূভেচ্ছা দূত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ড্যাব সভাপতি আজাদ খান ও সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন ও পদ্মা টেক্সটাইল’য়ের পরিচালক আমানউল্লাহ চাগলা।