ইঁদুর তাড়াতে প্রাকৃতিক পন্থা

ঘরবাড়ি পরিষ্কার রাখছেন, তারপরও ইঁদুর নিজের আবাস করে নিচ্ছে আপনার ঘরে! এই সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন পেপারমিন্ট তেল, লবঙ্গ বা গোলমরিচের গুঁড়া।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 08:51 AM
Updated : 15 Oct 2017, 08:52 AM

প্রচলিত এসব পদ্ধতি নিয়ে করা জীবনযাপনবিষয় একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ইঁদুর তাড়ানোর বেশ কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

পেপারমিন্ট তেল: ইঁদুর গন্ধের ক্ষেত্রে বেশ নাজুক এবং পেপারমিন্টের গন্ধ ইঁদুরের অপছন্দ।

কয়েকটি তুলার বল পেপারমিন্ট তেলে ডুবিয়ে ঘরের বিভিন্ন স্থানে রাখুন। তুলার গন্ধ সম্পূর্ণ বিলিন হয়ে যাওয়ার আগেই কয়েকদিন পর পর তা পরিবর্তন করুন।

লবঙ্গ: এই মসলার ঝাঁঝাঁলো গন্ধ ও স্বাদ ইঁদুরের কাছে খুবই অস্বস্তিকর।

কয়েকটি আস্ত লবঙ্গ একটি কাপড়ে পেঁচিয়ে রাখুন। চাইলে লবঙ্গ-এসেনশিয়াল তেলে তুলা ডুবিয়ে ঘরের বিভিন্ন স্থানে রাখতে পারেন।

লালমরিচ: শুধু ইঁদুর নয় বরং অন্যান্য পোকা যেমন- পিঁপড়া, তেলাপোকা ও ছাড়পোকা দূর করতেও সাহায্য করে।

ঘরের যেখানে বেশি ইঁদুর দেখা যায় সেখানে লালমরিচের গুঁড়া ছিটিয়ে রাখুন। বাসায় ছোট শিশু বা পোষাপ্রাণী থাকলে পুরাতন কোনো কাপড়ে কয়েকটি লালমরিচ পেঁচিয়ে ঘরে রাখুন।   

পঁচা-পেঁয়াজ: এর গন্ধে আপনি নিজেই টিকতে পারবেন না। ইঁদুরে তো কোন ছাড়।

তবে বাসায় পোষাপ্রাণী থাকলে এই পদ্ধতি অনুসরণ না করাই ভালো। সেক্ষেত্রে তাজা পেঁয়াজ রাখুন এবং নিয়মিত পরিবর্তন করুন।  

বেইকিং সোডা: ইঁদুর ও যে কোনো কীট ঘরে আসা রোধ করে। আবার শিশু ও পোষাপ্রাণীর জন্যও নিরাপদ।

ঘরের বিভিন্ন স্থানে সারা রাত যথেষ্ট পরিমাণে বেইকিং সোডা ছড়িয়ে রাখুন। সকালে অবশ্যই তা ভালোভাবে ঝাড় দিয়ে ফেলে দেবেন। পরের দিন একইভাবে বেইকিং সোডা ব্যবহার করবেন। 

আরও পড়ুন