বিশেষজ্ঞদের মতে, কোনো উৎসবে ফ্যাশনেবল থাকতে নিজের শরীরের আকৃতি অনুযায়ী পোশাক বেছে নিতে হবে।
‘অ্যাবাউট দি শেইপ’য়ের প্রতিষ্ঠাতা এবং সিইও মেঘনা সাক্সেনা বিভিন্ন শরীরের আকার অনুযায়ী পোশাকের ধরন সম্পর্কে জানিয়েছেন।
উল্টো ত্রিভুজ আকৃতি যাদের তারা সোজা সাপ্টা টপস, ফুল হাতা বা ছোট হাতার টপসের সঙ্গে ফুল প্যান্ট ও স্কার্ট বেছে নিতে পারেন।
ছবি সৌজন্যে: লা রিভ।
নাশপাতির আকৃতি যাদের তাদের জন্য আনারকলি ধরনের পোশাকের সঙ্গে রঙিন সালোয়ার ব্যবহার করুন। আঁটসাঁট পোশাক বা নিচের দিকে চাপানো এমন পোশাক অবশ্যই এড়িয়ে চলা উচিত।
ছবি সৌজন্যে: লা রিভ।
ভারতের এসআরএস জুয়েলস’য়ের পরিচালক রাহুল আগারওয়াল দেহের আকার অনুযায়ী গহনা ব্যবহারের পন্থা জানান। যা আপনার সাজে আনবে পূর্ণতা।
‘টিয়ার ড্রপলেট’ বা পানির ফোঁটা আকৃতির গহনা ব্যবহারে আভিজাত্য প্রকাশ পায়। পোশাকের সঙ্গে মানানসই ‘টিয়ার ড্রপলেট’ বেছে নিতে পারেন। চাইলে একটি গোলাকার গহনার সঙ্গে ‘রাজস্থানি মাংটিকা’ পরতে পারেন।
খাড়া নাকে বড় নাক ফুল পরতে মহিলারা বেশ পছন্দ করে। একই ধরনের নাক ফুল না পরে কিংবা যারা নাকে ছিদ্র করতে চান না তারা ক্লিপ দেওয়া বিভিন্ন রকমের নাক ফুল পরতে পারেন।
আরও পড়ুন