ছবিতে বুড়িগঙ্গা

বুড়িগঙ্গা ফিরে পাচ্ছে তার যৌবন। পানি আর আগের মতো কালচে নেই। নেই দুর্গন্ধ। গাঙচিল উড়তে দেখা যায়, শুশুক চোখে পড়তে পারে মাঝেমধ্যে। ইচ্ছে করলেই বেড়িয়ে আসতে পারেন এই নদী ধরে, কিংবা নদীর মাঝে। আর বর্তমান বুড়িগঙ্গার এসব ছবি তুলে এনেছেন পরিব্রাজক ফারুখ আহমেদ।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 06:51 AM
Updated : 24 Sept 2017, 07:31 AM

শরতের আকাশ আর বুড়িগঙ্গার পানি মাঝে ডাঙ্গাটুকু রাজধানী।

স্টিমার চলে বুড়িগঙ্গায়।

মাছধরা চলছে।

মাছধরা চলছে।

মাছধরা চলছে।

জাল ফেললে এখন মাছও ওঠে বুড়িগঙ্গার কোল থেকে।

বুড়িগঙ্গার পানি ছুঁয়ে যাত্রী পারাপার।

খেঁয়াঘাটে নৌকা থাকে বাঁধা।

খেঁয়াঘাটে নৌকা থাকে বাঁধা।

যাত্রী পারাপার, চলছে বুড়িগঙ্গার এপাড় ওপাড়।

খেঁয়াঘাটে নৌকা থাকে বাঁধা।

নৌকাতো না, যেন শাপলা ফুল।

চলছে মাছ ধরা।

জালে আটকেছে কী? দেখতে উঁকি মেরে!

বুড়িগঙ্গায় লম্ফঝম্ফ।

বুড়িগঙ্গায় লম্ফঝম্ফ।

রঙিনপালে নৌকার দেখে মিলবে বুড়িগঙ্গায়।

বুড়িগঙ্গায় নৌকাতেই চলে ওদের বিশ্রাম।

ওয়াটার বাসে চলে যাত্রী পারাপার।

পণ্য আসে, মানুষও আসে। বুড়িগঙ্গায় জীবন চলে।