দিনে হীরার গহনা পরতে চাইলে

সাধারণত দিনের সাজ হয় হালকা। তাই রাতের অনুষ্ঠান বাদে ডায়মন্ডের যেকোনো গহনা বেশি চটকদার লাগতে পারে। তবে একটু বুঝেশুনে পরলে বেশি উজ্জ্বলভাব এড়ানো যায়।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2017, 04:51 AM
Updated : 5 Sept 2017, 04:52 AM

‘ভিশাল জুয়েলস’য়ের কর্ণধার সৌরভ ও রাহুল মাহেস্বরি এবং ‘শ্রী হরি ডায়াজেমস’য়ের কর্ণধার ভিনয় গুপ্তা জানাচ্ছেন দিনের বেলায় হীরার গহনা পরার পন্থা।

* কোনো দ্বিধা ছাড়া যেকোনো নারী ইচ্ছ করলে সারাদিন হীরার আংটি পরতে পারেন।

* দিনের বেলায় পরার জন্য হীরার গহনার নকশা হতে হবে সুক্ষ্ম। এতে বেশি উজ্জ্বল লাগবে না আবার নজরও কাড়বে না।

* যদি বুঝতে না পারেন দিনের কোনো উৎসবে ঠিক কতটা গহনা পরবেন তাহলে অল্প দিয়ে শুরু করুন। সাধারণভাবে হাতে ব্রেসলেট, আঙুলে আংটি আর এক জোড়া কানের দুলই দিনের সাজসজ্জায় যথেষ্ট।

* ব্রেসলেট বেশি ঝকঝকে না পরে হালকা নকশার ডায়মন্ড ব্রেসলেট দিনের অনুষ্ঠানে বেশি মানাবে।

* সাধারণভাবে মনে করা হয় বেশি গহনা পরলে দেখাবেও ভালো। তবে সত্যি কথা হচ্ছে একেবারে বেশি গহনা পরলে খুবই খারাপ দেখায়।

* গলায় গুটি বসানোর চেইন নেকলেস সঙ্গে কানে ঝোলান হীরার ঝুমকা; দুহাতে বালা আর আঙুলে কয়েকটা আংটি- দিনের সাজে এই কয়েকটা হীরা গহনাই আপনাকে দেবে মানানসই চাকচিক্য।  

ছবি: রয়টার্স।