পেশা হোক ফ্রিল্যান্সিং

যারা ফ্রিল্যান্সিং খাত নিয়ে কাজ করছে তাদের মধ্যে অন্যতম ‘শিখবে সবাই’। ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থানের নতুন নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে এই প্রতিষ্ঠান।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2017, 04:18 AM
Updated : 1 August 2017, 11:19 AM

প্রতিষ্ঠানের পরামর্শদাতারা বিভিন্ন ‘ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস’য়ের ব্যাপারে অভিজ্ঞ।

মার্কেটপ্লেস’য়ে যে কাজ ক্রেতারা চান সে কাজগুলো ‘শিখবে সবাই’ প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়। যে কেউ এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করতে পারেন।

মার্কেটপ্লেসের সব দক্ষতাগুলো কাজে লাগিয়ে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস, এসইও, ডিজিটাল মার্কেটিং এবং অ্যান্ড্রয়েড কোর্সের উপর হাতে ধরে প্রশিক্ষণ দেয় ‘শিখবে সবাই’। প্রত্যেক কোর্সে ফ্রিল্যান্সিং, অনলাইন সাপোর্ট, ফ্রিল্যান্সিং টিম, সফটস্কিল ও ইংলিশ কমিউনিকেশন থাকে।

প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়, ফ্রিল্যান্সি খাতে কর্মসংস্থান নিয়ে কোনো ধরনের সমস্যায় যেন ফ্রিল্যান্সাররা না পড়ে সে কারণে তারা ফ্রিল্যান্সিং খাতের সব কিছু শেখানোর চেষ্টা করেন।

যোগাযোগ: বাড়ি ৭৪, রাস্তা ৭, ব্লক এইচ, বনানি, ঢাকা-১২১৩।

- বিজ্ঞপ্তি।