আম-কলা-দইয়ের লাচ্ছি

রন্ধনশিল্পী আনার সোহেলের রেসিপিতে তৈরি করুন মজার স্বাদের এই পানীয়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2017, 07:22 AM
Updated : 3 July 2017, 09:05 AM
গরম কিংবা ঠাণ্ডা দিনে মন জুড়াবে ফল-দইয়ের লাচ্ছিতে।

উপকরণ: পাকা কলা ১টি। পাকাআম ১টি। মিষ্টি দই ১ কাপ। পানি ২ গ্লাস। বরফকুচি পছন্দ মতো। চিনি স্বাদমতো।

পদ্ধতি: কলা, আম, দই, চিনি এক গ্লাস পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। আবার বাকি পানি দিয়ে ব্লেন্ড করে নিন।

প্রয়োজনে পানি দিয়ে লাচ্ছি পাতলা করে নেবেন যদি বেশি ঘন মনে হয়।

গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশ করুন।

সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।

আরও রেসিপি