লিচুর স্কোয়াশ

রোয়েনা মেহজাবিনের রেসিপিতে মৌসুমি ফল দিয়ে তৈরি করতে পারেন এই সুমিষ্ট পানীয়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2017, 11:16 AM
Updated : 29 August 2018, 10:27 AM
ইফতারের আয়োজনে হতে পারে চমৎকার স্বাস্থ্যকর শরবত।

উপকরণ: লিচু ৫০টি। চিনি স্বাদ মতো। লেবুর রস ১ টেবিল-চামচ। বরফকুচি ইচ্ছা মতো। পুদিনা পাতা (ইচ্ছা)। পানি পরিমাণ মতো ।

পদ্ধতি: লিচু ছিলে ভেতরের দানা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার দুই গ্লাস পানি দিয়ে লিচু ভালো মতো ব্লেন্ড করে ছেঁকে নিন।

একটি ডিপ প্যানে চিনির সঙ্গে অল্প পানি দিয়ে চুলায় দিন। চিনি গলে ফুটতে শুরু করলে লেবু ও লিচুর রস মেশান।

মিশ্রণটি ফুটে উঠলে, চুলার আঁচ কমিয়ে তিন থেকে চার মিনিট চুলায় রাখুন। পানি কিছুটা টেনে এলেই সিরাপ নামিয়ে নিন।

এই সিরাপ ঠাণ্ডা হলে ফ্রিজে সংরক্ষণ করুন।

পরিবেশনের সময় ১:১ অনুপাতে লিচুর সিরাপ ও পানি মিশিয়ে বরফকুচি দিয়ে পরিবেশন করুন মজাদার স্কোয়াশ।

সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।

আরও রেসিপি