প্রসাধনীর মেয়াদ বোঝার উপায়

বুঝতে পারছেন না কত দিন ব্যবহার করতে পারবেন! তাহলে খেয়াল করুন বিশেষ সংকেতের দিকে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 10:54 AM
Updated : 7 June 2017, 08:11 AM

প্রসাধনীবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়, প্রসাধনী কেনার সময় একটু নজর দিতে হবে এর লেবেলে। অন্যান্য সংকেতগুলোর মাঝে খুঁজতে হবে একটি কৌটার মতো দেখতে সংকেত, যার মধ্যে এক বা একাধিক সংখ্যা লেখা থাকে।।

সংকেতটির অর্থ হল, প্রসাধনীর প্যাকেট বা কৌটা খোলার পর কত মাসের মধ্যে তা ব্যবহার করতে হবে। তবে পণ্যটির মেয়াদের সঙ্গে একে মেলানো উচিত হবে না। একটি নির্দিষ্ট পণ্য কতদিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ তা ইঙ্গিত করে মেয়াদ উত্তীর্ণের তারিখ।

আর কৌটার মতো দেখতে সংকেতটির মধ্যে লেখা সংখ্যাটি ইঙ্গিত করে কৌটা বা প্যাকেট খোলার পর এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই কতমাসের মধ্যে তা ব্যবহার করতে হবে।

আরও সহজ ভাষায় বলা যায়, একটি নির্দিষ্ট পণ্যের মেয়াদ এক বছর হলে পণ্যটির উৎপাদনে তারিখ হতে এক বছরের মধ্যে তা ব্যবহার করা নিরাপদ। তবে কৌটা সংকেতের মধ্যে যদি '6M' যার অর্থ ছয় মাস, লেখা থাকে তবে প্যাকেট খোলার ছয় মাসের মধ্যেই তা ব্যবহার করে শেষ করতে হবে।

একই ভাবে লেখা থাকতে পারে '12M' বা '24M'।

এই ছয়মাস পার হওয়ার পর পণ্যটির মেয়াদ থাকলেও তা ব্যবহার করা উচিত হবে না।