গ্রীষ্মে আরামদায়ক শয়নকক্ষ

ঘর সাজাতে বেছে নিন হালকা সবুজ বা লেবু রং আর শোয়ার ঘর ঠাণ্ডা রাখতে ভারী কার্পেট তুলে রাখুন।  

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2017, 11:35 AM
Updated : 4 May 2017, 11:35 AM

ভারতীয় ঘর সাজানোর ব্র্যান্ড ‘টাঞ্জারিন’য়ের প্রধান সোনাম গুপ্তা এবং অনলাইন হোম স্টাইলিং স্টোর ‘সেরেনিটিঅনলাইন ডটইন’য়ের প্রতিষ্ঠাতা অম্রিত বোর্কাকোটি এই মৌসুমে শোয়ার ঘর সাজানোর ক্ষেত্রে কিছু পরামর্শ দেন।

* এই গরমে ঘর সাজাতে সুতির কাপড় বেছে নিন। বিছানার চাদরের ক্ষেত্রে সুতির কাপড় বেছে নেওয়া জরুরি। কারণ এই কাপড়ের ঘাম শোষণ ক্ষমতা বেশি থাকে। তাছাড়া এ ধরনের কাপড় নরম ও আরামদায়ক হয়ে থাকে।

* ফুলেল প্রিন্ট বা স্ট্রাইপস এই মৌসুমের জন্য উপযুক্ত নকশা।

* গাঢ় রংয়ের বিছানার চাদর, কুশন কভার এবং অন্যান্য অনুষঙ্গ এই মৌসুমের জন্য আলাদা করে তুলে রাখুন। কারণ এই আবহাওয়ায় সেগুলো একদমই বেমানান।

* গাঢ় এবং অতিরিক্ত উজ্জ্বল রং তাপমাত্রা শুষে নেয়। তাই গ্রীষ্মে এই রংগুলো এড়িয়ে চলুন।

* একদিন পরপর বিছানার চাদর ধুয়ে ফেলার চেষ্টা করুন। কারণ গরমে ঘাম বেশি হয় এবং চাদরও ময়লা হয় দ্রুত।

* হালকা রংয়ের দুই পরতের পর্দা টাঙান ঘরে। এতে রোদের তীব্র আলো ঘরে প্রবেশ করবে না বরং ঘরে একটি স্নিগ্ধ পরিবেশ তৈরি হবে।

* বিছানায় কয়েকটি বাড়তি বালিশ এবং কুশন রাখলে তা যেমন ঘরের সৌন্দর্য বাড়ায় তেমনি আরামদায়কও বটে। বিছানায় রাখা কুশনের জন্যও বেছে নিন হালকা রংয়ের সুতি কাপড়।

* ঘরের সৌন্দর্য বাড়াতে ভারী কার্পেট বা ম্যাট্রেস বাদ দিন। এগুলো গরম বাড়ায়। ফলে ঘর হয়ে ওঠে উত্তপ্ত।

* ঘরে পুরানো কাগজপত্র, বাড়তি কাপড় বা অপ্রয়োজনীয় জিনিস থাকলে সরিয়ে রাখুন। জিনিস কম থাকলে এবং তা ঠিক মতো গোছানো হলে গরমও কম লাগবে।

* ঘরের এক কোণায় একটি টেবিলে একটি পাত্রে কিছু তাজা ফুল রাখুন। এছাড়া ঘরে রাখার উপযোগী গাছ রাখতে পারেন। এতে স্নিগ্ধ পরিবেশ তৈরি হবে।

ছবি: প্রামাণিক।