কুলফি ফালুদা

গরমে শীতল খাবার জুড়াবে প্রাণ। 

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2017, 07:08 AM
Updated : 26 April 2017, 07:08 AM

পদ্ধতি দিয়েছেন সুমি’জ কিচেন’য়ের সুমনা সুমি।

সাগুদানার ক্ষীর তৈরি

সাগুদানা ১/৪ কাপ। তরল দুধ ১ লিটার। কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ। কন্ডেন্সড মিল্ক আধা কাপ। চিনি ১/৪ কাপ।

প্রথমে দুধ ও সাগুদানা ১৫ মিনিট জ্বাল দিয়ে কিছুটা ঘন করে এতে কনডেন্সড মিল্ক, কর্নফ্লাওয়ার, চিনি ও ১ চা-চামচ দুধ একসঙ্গে মিশিয়ে আবার জ্বাল দিন।

ফুটে ঘন হলে নামিয়ে ঠাণ্ডা করুন।

ফালুদা তৈরি

সিদ্ধ নুডুলস আধা কাপ। কুলফি ৪টি বা আধা লিটারের বক্স বাদাম বা আমের আইসক্রিম। বাদাম ও ফল কুচি ইচ্ছে মতো। যে কোনো সিরাপ ৪ টেবিল-চামচ।

এবার বাটিতে জ্বাল দেওয়া ক্ষীর দিন। নুডুলস দিন। ফলের কুচি দিয়ে এর ওপর কুলফি টুকরা করে দিন।

বাদাম ও সিরাপ ছিটিয়ে ঠাণ্ডা অবস্থায় পরিবেশন করুন।