কুইনডিম

ক্লাসিক ব্রাজিলিয়ান ডেজার্টের রেসিপি দিয়েছেন নাবিলা মো. হাবিবুল্লাহ।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 09:55 AM
Updated : 28 March 2017, 09:55 AM

এই মিষ্টান্ন এক ধরনের কাস্টার্ড বা ফ্লান ডিশ যেখানে ডিমের কুসুম ও নারিকেল ব্যবহার করা হয়।

উপকরণ: ডিমের কুসুম ৬টি (ছাঁকনিতে ফেটে ছেঁকে নিতে হবে)। চিনি ৫ টেবিল-চামচ এবং ছাঁচে ছিটিয়ে দেওয়ার জন্য আরও কিছুটা। কোড়ানো নারিকেল আধা কাপ। এলাচগুঁড়া ১/৪ চা-চামচ। ভ্যানিলা নির্যাস ১/৮ চা-চামচ। মাখন ছাঁচে মাখিয়ে দেওয়ার জন্য। ফুটন্ত গরম পানি প্রয়োজন মতো।

পদ্ধতি: ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াস বা ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট দিন।

৮ থেকে ১০টি ছোট রামেকিন বা সিলিকন মাফিন ছাঁচে মাখন মাখিয়ে চিনি ছিটিয়ে কোট করে রেখে দিন।

একটি বাটির ওপর পরিষ্কার তারের ছাঁকনি বসিয়ে ৬টি কুসুম একে একে ফেটিয়ে ছেঁকে বাটিতে নিন। চিনি, এলাচগুঁড়া ও ভ্যানিলা দিয়ে ভালোভাবে ফেটে নিন।

কোরানো নারিকেল দিয়ে আবারও ফেটে নিন।

২ টেবিল-চামচ করে মিশ্রণ দিয়ে ছাঁচগুলো একটি বেইকিং ডিশ বা ট্রের উপর সাজিয়ে রাখুন। বেইকিং ডিশটি অর্ধেক উচ্চতা পর্যন্ত ফুটন্ত পানি দিয়ে ভরে দিন।

ছাঁচসহ ডিশটি ওভেনে দিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ১০ থেকে ১২ মিনিট বা উপরে ভেসে ওঠা নারিকেল হালকা লালচে হয়ে ওঠা পর্যন্ত বেইক করুন।

ওভেন থেকে বের করে হালকা ঠাণ্ডা হতে দিন। একটু গরম থাকা অবস্থায় ছাঁচ উপুর করে ঢেলে নিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।