অ্যালুমিনিয়ামের পাত্রে রান্নায় ঝুঁকি

বিশেষ করে কমে যেতে পারে শিশুর বুদ্ধিমত্তা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2017, 10:43 AM
Updated : 31 Jan 2017, 10:43 AM

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটের্ প্রতিবেদনে ‘সাইন্স অফ দ্য টোটাল এনভাইরোনমেন্ট’ শীর্ষক এক জার্নালে প্রকাশিত গবেষণার বরাত দিয়ে জানায়, শিশুদের মস্তিষ্কের জন্য ‘ক্যাডমিয়াম’ বিষের মতো ভয়ংকর। এটি কিডনি বা বৃক্ক নষ্ট হওয়ার জন্য দায়ি যা হৃদরোগজনীত মৃত্যুর সঙ্গে সম্পর্কযুক্ত।

দস্তার সংস্পর্শে আসার মাধ্যমে শিশুদের মস্তিষ্কের ক্ষতি হয়, মানসিক ভারসাম্যে ব্যাঘাত ঘটে, মেধা কমে এবং বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়।

গবেষণা অনুযায়ি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল যে ধাতু গলিয়ে তৈরি হয় তার একটি বড় অংশ আসে যানবাহন, কম্পিউটার যন্ত্রাংশ, ক্যান ও অন্যান্য শিল্প-কারখানার বাতিল ধাতু থেকে। এতে রয়েছে মারাত্বক স্বাস্থ্যগত ঝুঁকি, যা আগে সনাক্ত হয়নি।

গবেষণার প্রধান গবেষক, যুক্তরাষ্ট্রের ‘অ্যাশল্যান্ড ইউনিভার্সিটি’র জেফ্রি ওয়েইডেনহ্যামার বলেন, “এসব হাঁড়ি-পাতিলের নিয়মিত ব্যবহারের কারণে দস্তা ও ক্যাডমিয়াম শিশুদের শরীরে প্রবেশ করে যা তাদের আইকিউ কমাতে পারে উল্লেখযোগ্য হারে। পাশাপাশি হৃদরোগে আক্রান্ত ও মারা যাওয়া ঝুঁকিও বাড়ায়।”

১০টি উন্নয়নশীল দেশের অ্যালুমিনিয়াম থেকে তৈরি হাঁড়ি-পাতিল পর্যবেক্ষণ করেন গবেষকরা এবং এদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশেই দস্তাভিত্তিক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।

হাঁড়ি-পাতিলে দস্তার পরিমাণ নির্ণয় করতে এসব পাত্রে দুই ঘণ্টা ধরে অম্লীয় দ্রবণ ফুটানো হয় এবং পরে দ্রবণে দস্তার মাত্রা পরিমাপ করা হয়।

পাশাপাশি এসব পাত্র থেকে বেরিয়ে আসে ঝুঁকিপূর্ণ পরিমাণে অ্যালুমিনিয়াম, আর্সেনিক ও ক্যাডমিয়াম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাদ্যসম্পর্কীত নির্দেশনায় অ্যালুমিনিয়ামের পরিমাণের তুলনায় এসব পাত্রে ছয়গুন বেশি অ্যালুমিনিয়াম পাওয়া গেছে। আর সংগ্রহ করা বাসনে পাওয়া গেছে ৩১ শতাংশ ঝুঁকিপূর্ণ মাত্রার ক্যাডমিয়াম।

যুক্তরাষ্ট্রের ‘অকুপেশনাল নলেজ ইন্টারন্যাশনাল’য়ের পেরি গটসফেল্ড বলেন, “কম দামি অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল থেকে সৃষ্ট দস্তার ঝুঁকি দস্তাভিত্তিক রংয়ের ঝুঁকির চাইতেও বেশি গুরুতর আকার ধারণ করতে পারে। এসব পাত্রে রান্না করা খাবারে থাকা দস্তা, বর্তমান বিশ্বের দস্তা বিষক্রিয়ার পেছনে অনেকটাই দায়ী।”

সম্প্রতি আফ্রিকা ও এশিয়া মহাদেশে চালানো জরিপে দেখা গেছে, গ্যাসোলিনে দস্তা নিষিদ্ধ করার পরও এসব অঞ্চলের মানুষের রক্তে দস্তার পরিমাণ এখনও বেশি।

ছবি: রয়টার্স।

Also Read: স্ট্রোক’য়ের ঝুঁকি কমাতে ডিম

Also Read: রাস্তার কোলাহলে হৃদরোগের ঝুঁকি

Also Read: টিভি দেখায় মস্তিষ্কের ঝুঁকি

Also Read: ক্যান্সারের ঝুঁকি কমাতে কফি!

Also Read: কর্মচাপ থেকে স্ট্রোকের ঝুঁকি

Also Read: পর্ন আসক্তি— মানসিক স্বাস্থ্যে ঝুঁকি

Also Read: স্বল্প ঘুমে হৃদরোগে ঝুঁকি

Also Read: অতিরিক্ত ব্যায়ামে রক্তদূষণের ঝুঁকি

Also Read: গর্ভাবস্থায় ঝুঁকি বাড়ায় বাড়তি ওজন

Also Read: বায়ুদূষণে অটিজমের ঝুঁকি

Also Read: ভিডিও গেইমসে স্নায়ুরোগের ঝুঁকি

Also Read: মৃত্যু ঝুঁকি কমাতে দৈনিক আধা ঘণ্টা ব্যায়াম

Also Read: ভূমিকম্পের ঝুঁকি ও নিরাপত্তা

Also Read: স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে কফি

Also Read: ডায়বেটিসের ঝুঁকি কমাতে ডিম

Also Read: রাত জাগলে ডায়াবেটিসের ঝুঁকি থাকে

Also Read: হৃদরোগের ঝুঁকি কমাতে চীনাবাদাম

Also Read: শিশুর রক্তচাপে ঝুঁকি

Also Read: ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে লাচ্ছি

Also Read: ক্যান্সারের ঝুঁকি কমাতে চার খাবার

Also Read: কর্মক্ষেত্রে দুশ্চিন্তা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়