পিঠ ব্যথার ঘরোয়া চিকিৎসা

ব্যস্ত জীবন, ভ্রমণ, শরীরচর্চা কিংবা বয়স- সবকিছুই ঠেলে দেয় একটি অতি পরিচিত শারীরিক সমস্যার দিকে, সেটা হল পিঠ ব্যথা। আর সময় মতো চিকিৎসা করা না হলে নিয়মিত সমস্যায় পরিণত হতে পারে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 12:54 PM
Updated : 31 Oct 2016, 11:53 AM

পিঠ ব্যথা নিরাময়ের কয়েকটি গৃহস্থালী উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইট।

কর্পূর ও নারিকেল তেল: নারিকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে পাঁচ মিনিট আগুনে ফুটিয়ে নিতে হবে। তারপর ঠাণ্ডা করে বোতলে সংরক্ষণ করুন। সপ্তাহে দু্দিন ঘুমানোর আগে এই মিশ্রণ পিঠে মালিশ করতে হবে।

ইউক্যালিপ্টাসের তেল: এক বালতি কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপ্টাসের তেল মিশিয়ে নিতে হবে। এই পানি দিয়ে গোসল করলে পিঠ ব্যথাসহ সারা শরীরের ব্যথা উপশম হবে। পাশাপাশি থাকবেন মানসিক চাপমুক্ত।

তাপ চিকিৎসা: সোফায় বসে টেলিভিশন দেখার সময় পেছনে হট-ওয়াটার ব্যাগ নিয়ে তাতে পিঠের ভর দিয়ে বসতে পারেন।

মাস্টার্ড অয়েল: গোসলের এক ঘণ্টা আগে মাস্টার্ড অয়েল দিয়ে পিঠ মালিশ করতে পারেন। তবে অবশ্যই গরম পানিতে গোসল করতে হবে।

দুধ, হলুদ ও মধু: এক গ্লাস কুসুম গরম দুধে এক চিমটি হলুদ ও কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। নিয়মিত এই মিশ্রণ পান করার অভ্যাস গড়তে পারলে পিঠ ব্যথার পাশাপাশি শরীর ব্যথা এবং সর্দিকাশিও দূরে থাকবে।

আদা চা: চা বানানোর সময় তাতে কয়েকটি আদাকুচি ফেলে দিন। এতে পিঠ ব্যথা হওয়ার আশঙ্কা কমবে।

ভেষজ তেল: দ্রুত পিঠ ব্যথা সারাতে ভেষজ তেলের মালিশ বেশ উপকারী।

চাল: পরিষ্কার লম্বা মোজায় চাল ভর্তি করে মাইক্রোওয়েভ ওভেনে তিন থেকে পাঁচ মিনিট গরম করে নিন। পরে পিঠের যে স্থানে ব্যথা সেই স্থানে ধরে রাখতে হবে।

ছবি: দীপ্ত।