চুলের যত্নে গরম তেল

রুক্ষ বা মসৃণ যেমনই হোক না কেনো গরম তেল ব্যবহার চুলকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 05:59 AM
Updated : 26 Oct 2016, 06:00 AM

গরম তেল দিয়ে কীভাবে কেশপরিচর্যা করবেন, রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইট অবলম্বনে সেই পন্থাই এখানে দেওয়া হল।

রুক্ষ চুলের জন্য: গরম তেল চুল মসৃণ করতে সাহায্য করে।

দুই টেবিল-চামচ জলপাই ও নারিকেলের গরম তেলের সঙ্গে চার-পাঁচ ফোঁটা রোজ এসেনশিয়াল তেল মিশিয়ে তা মাথার ত্বক ও সম্পূর্ণ চুলে ভালোমতো লাগান। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।

সাধারণ চুলের জন্য: চুল মসৃণ ও উজ্জ্বল করতে অর্গান তেল ব্যবহার করুন।

দুই টেবিল-চামচ অর্গান তেলের সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল তেল ভালোভাবে মিশিয়ে চুলে মালিশ করে ‘শাওয়ার ক্যাপ’ পরে চুল তেল শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এক ঘণ্টা পরে তা ধুয়ে ফেলতে হবে।

তৈলাক্ত চুলের জন্য: ‘অয়েল ট্রিটমেন্ট’ বা তেল দেওয়া কখনই মাথার ত্বক তৈলাক্ত বা শুষ্কতার জন্য দায়ী নয়। বরং তেল ব্যবহারের মাধ্যমে চুল স্বাস্থ্যোজ্জ্বল হয় ও ঘনভাব থাকে।

এক টেবিল-চামচ ক্যাস্টর তেলের সঙ্গে এক টেবিল-চামচ জোজোবা তেল ও কয়েক ফোঁটা রোজমেরি এসেনশিয়াল তেল মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

ছবির প্রতীকী মডেল: সোনিয়া। ছবি: দীপ্ত।