হাড়ের ব্যথা নিরাময়ে খাবার
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2016 05:16 PM BdST Updated: 26 Sep 2016 05:17 PM BdST
হাড়ের সংযোগস্থলে ব্যথা বা ফুলে যাওয়ায় বেশ ভুগতে হতে পারে। তাই প্রয়োজন সঠিক যত্ন এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস।
স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে কিছু খাবারের নাম ও এর উপকারিতা উল্লেখ করা হয়। ওই বিষয়গুলো এখানে উল্লেখ করা হল।
বাদাম: কাঠবাদাম এবং আখরোটে প্রচুর আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা শরীর সুস্থ রাখতে এবং যে কোনো প্রদাহজনিত সমস্যা সারিয়ে তুলতে সাহায্য করে।
টমেটো: নরম ও রসালো টমেটোতে রয়েছে প্রচুর লাইকোপেন। দেহের যেকোনো প্রদাহ দূর করতে এই উপাদান বেশ কার্যকল। কাঁচাটমেটোর তুলনায় রান্না করা অবস্থায় এর পুষ্টিগুণ বেশি থাকে। এর পাশাপাশি টমেটোর রসও বেশ উপকারী।
ফলমূল: স্ট্রবেরি, ব্লুবেরি ইত্যাদি বেরিজাতীয় ফল ও অন্যান্য ফলও প্রদাহ নাশক হিসেবে উপযোগী। তাই ব্যথা ও ফোলাভাব দূর করতে বেশ উপকারী।
আদা ও হলুদ: রান্না ঘরে নিত্য ব্যবহৃত মসলার মধ্যে পরিচিত আদা ও হলুদ। এই দুটি উপাদানই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। হলুদ প্রদাহনাশক হিসেবে কাজ করে। অন্যদিকে ব্যায়াম বা শারীরিক কসরতের কারণে হওয়া প্রদাহ ও ব্যথা কমিয়ে আনতে সাহায্য করে।
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০