মাছ ও সবজি
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2016 03:51 PM BdST Updated: 19 Sep 2016 03:56 PM BdST
-
-
আলু-শিং মাছের তারকারি।
-
পালং সবজি।
আলু-শিং মাছের তরকারি আর পালং-সবজি তৈরির পদ্ধতি।
Related Stories
রেসিপি দিয়েছেন আনার সোহেল।
পালং সবজি
উপকরণ: পালংশাক এক আঁটি (কুচি করে কাটা)। মিষ্টি কুমড়া আধা কাপ (স্লাইস করে কাটা)। কচি ঢ্যাঁড়স ৫,৬টি (২ ভাগ করা)। আলুকুচি ১টি। এছাড়া আরও পছন্দ মতো সবজি যোগ করতে পারেন। লবণ স্বাদ মতো। পেঁয়াজকুচি ১টি। রসুন-ছেঁচা ৫,৬টি কোয়া। আদাবাটা ১ চা-চামচ। মরিচগুঁড়া আধা চা-চামচ। হলুদগুঁড়া আধা চা-চামচ। জিরাগুঁড়া আধা চা-চামচ। কাঁচামরিচ-ফালি ৪টি। তেল ২,৩ টেবিল-চামচ। ধনেপাতা-কুচি।
পদ্ধতি: পালংশাক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ভালো করে ধুয়ে দুভাগ করে কেটে নিন। মিষ্টি-কুমড়া ও আলু কেটে ধুয়ে নিন।

পালং সবজি।
সবজি একটু নরম হয়ে আসলে শাক মিশিয়ে দিয়ে কয়েক সেকেন্ড পর অল্প পানিসহ ঢেকে দুই মিনিট রান্না করুন।
ভাজা ভাজা হয়ে আসলে ধনেপাতা-কুচি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন।
আলু-শিং মাছের তারকারি
উপকরণ: শিং মাছ আধা কেজি (মাঝারি আকার)। আলু ২টি (বড় ৪ ভাগ করা)। টমেটো ১টি কুচি। পেঁয়াজ ১টি কুচি। পেঁয়াজ বাটা ২ চা-চামচ। মরিচগুঁড়া ১ চা-চামচ। হলুদগুঁড়া আধা চা-চামচ। জিরাগুঁড়া ১ চা-চামচ। লবণ স্বাদ মতো। গরম পানি ২,৩ কাপ। কাঁচামরিচ ২,৩টি। তেল ২,৩ টেবিল-চামচ। ধনেপাতা-কুচি পরিমাণ মতো।
পদ্ধতি: শিং মাছ ভালো ভাবে পরিষ্কার করে ছোট টুকরা করুন। লবণ, হলুদ দিয়ে ভালো করে মেখে ধুয়ে নিন। পানি ঝরিয়ে রাখুন।
এখন প্যানে তেল গরম করে, আলু দিয়ে হালকা ভেজে তুলুন। আরও অল্প তেল যোগ করে পেঁয়াজকুচি দিয়ে নাড়ুন। তারপর পেঁয়াজবাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে, টমেটো কুচি দিন। একে একে গুঁড়ামসলা, লবণ ও অল্প গরম পানি দিয়ে কষান।

আলু-শিং মাছের তারকারি।
অল্প ঝোল থাকতে কাঁচামরিচ ও ধনেপাতা-কুচি দিয়ে ঢেকে দুই মিনিট রেখে নামিয়ে নিন। আরও ঝোল দিতে চাইলে এক কাপ পানি দিতে পারেন।
সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’