চুলের সমস্যায় ঘরোয়া টোটকা

চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে বাজারে কিনতে পাওয়া যায় এমন প্রসাধনীর চেয়ে ঘরোয়া উপায়গুলোই বেশি উপযোগী।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2016, 12:11 PM
Updated : 7 Sept 2016, 12:11 PM

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে এমনই কিছু ঘরোয়া পন্থা উল্লেখ করা হয়।

- দুইশ থেকে তিনশ গ্রাম পরিমান রিঠা, আমলকি এবং শিকাকাই পরিমাণ মতো পানিতে সারারাত ভিজিয়ে রাখতে হবে। সকালে ওই পানি ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে পানি আলাদা করে নিতে হবে। ওই মিশ্রণের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল যুক্ত করে ব্যবহার করলে মাথার ত্বক পরিষ্কার করে মৌসুমি সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়।

- কেমোমাইল চা, ভিনিগার এবং লেবুর রস পানিতে মিশিয়ে ব্যবহার করলে চুল ঝরঝরে ও মশ্রিণ হয়।

- শুষ্ক ও রুক্ষ চুলের সমস্যায় গোলাপ জল ব্যবহার বেশ উপকারী।

- এক কাপ পাকাপেঁপে ভর্তা করে সঙ্গে মধু ও অলিভ অয়েল মিশিয়ে চুলের জন্য মাস্ক তৈরি করে নেওয়া যেতে পারে। চুলে ও চুলের গোড়ায় ভালোভাবে ওই মাস্ক মাখিয়ে এক ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলতে হবে।

- চুল পড়ার সমস্যায় ক্যাস্টর তেল এবং বাদাম তেলের মিশ্রণ কার্যকর। সপ্তাহে তিন বার ব্যবহারে নতুন চুল গজাতে সহায়তা করবে।

ছবির প্রতীকী মডেল: পাপড়ি। ছবি: প্রমানিক।