কী করে খাস্তা রাখবেন সেইপদ্ধতি দিয়েছেন ফেইসবুকের ‘রকমারি রান্না শিখুন’ পেইজের মুহসিনা তাবাসসুম।
উপকরণ: দেশি পেঁয়াজ, ছোট আকারের। তেল পরিমাণ মতো। কাচের বয়াম।
পদ্ধতি: পেঁয়াজ অবশ্যই দেশি এবং ছোট আকারের নিতে হবে। পেঁয়াজ খোসা ছাড়িয়েধুয়ে পানি ঝরিয়ে ধারালো বটি বা ছুরি দিয়ে খুব মিহি করে কুচি করতে হবে। কুচিগুলো সবকাছাকাছি হতে হবে। কোনোটা মোটা কোনোটা বেশি চিকন করলে অর্ধেক পুড়ে যাবে, বাকি অর্ধেকনরম থাকবে।
কুচি করা হলে পেঁয়াজের দ্বিগুণতেল দিয়ে গরম করে পেঁয়াজকুচি দিয়ে দিন। অল্প তেলে ভাজলে অনেক সময় নরম থাকে। মাঝারিআঁচে দুতিন মিনিট ভাজুন। ভাজার শেষের দিকে কম আঁচে ভাজবেন। শেষের দিকে খুব দ্রুত রংহতে থাকে।
পুরাপুরি বাদামি রং হওয়ারআগেই চুলা থেকে নামিয়ে একটি পরিষ্কার কাচের পাত্রে তুলে ফেলুন। বাদামি রং হওয়া পর্যন্ত চুলায় রাখলে পুড়ে যাবে এবং তিতা লাগবে।
গরম ভাপ চলে গেলে পরিষ্কারকাচের বয়ামে বেরেস্তা ভরে মুখ বন্ধ করে রাখুন।
মনে রাখবেন বড় পেঁয়াজ দিয়েকরা যাবে না। চিনি বা লবণ দেওয়া যাবে না।