তিন খাবারের একই উপকরণ

প্যাটিস, পাফ পেস্ট্রি শিট এবং সল্ট কুকিজ তৈরি করুন একই উপাদান দিয়ে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2016, 10:21 AM
Updated : 14 August 2016, 10:23 AM

রেসিপি দিয়েছেন মুহসিনা তাবাসসুম।

উপকরণ: আটা বা ময়দা ৩ কাপ। সুজি আধা কাপ। লবণ পরিমাণ মতে। অরেঞ্জ বা লেমন জুস ২,৩ টেবিল-চামচ। বেইকিং পাউডার দেড় চা-চামচ। পানি পরিমাণ মতো। তেল আধা কাপের অর্ধেক। ডালডা বা বনস্পতি বা ভেজিটেবল সর্টিং আধা কাপের অর্ধেক (গলানো)।

সব মিশিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন তিন, চার ঘণ্টা। ডালডা আধা কাপ ও ১ টেবিল-চামচ তেল দিয়ে ভালো করে বিট করে ফোম করে নিন। বিটার না থাকলে একসঙ্গে গলিয়ে ফ্রিজে রাখুন।

পাফ পেস্ট্রি শিট: বড় ও পাতলা করে দুটি রুটি বেলে মাঝ খানের ডালডার ক্রিম দিন। এবার পরোটার মতো ভাজ দিয়ে ফ্রিজে রেখে দিন ২০ থেকে ৩০ মিনিট।

আবার ফ্রিজ থেকে বের করে বড় রুটি বেলে মাঝখানে ডালডা দিয়ে গোল করে ভাঁজ দিয়ে রাখুন।

সল্ট কুকিজ।

২০ থেকে ৩০ মিনিট পরে গোল গোল করে কেটে বেলে চার কোনা করে কেটে নিন।

আরেকটি পদ্ধতি হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়ে পাতলা রুটি বেলে আবারও তেল ব্রাশ করে সেই রুটিটা কেটে তিন, চার টুকরা করে একটার উপরে একটা বসিয়ে হালকা রোল করে চারকোনা করে কেটে নিতে পারেন।

এবার এই শিটগুলো ফ্রিজে রেখে দিন ১০ থেকে ২০ মিনিট। পুর দিয়ে উপরে ডিমের কুসুমসহ ব্রাশ করে ১৮০ ডিগ্রিতে ২০ থেকে ৩০ মিনিট বেইক করুন ।

সল্ট কুকিজ: পাফ পেস্ট্রির ডো দিয়ে বল তৈরি করে নিয়ে মোটা ভাবে বেলুন। বেলার সময় উপরে কালোজিরা ছিটিয়ে দিন।

চারকোনা করে কেটে নিন। উপরে মিল্ক ব্রাশ করে তার উপরে চিনি অথাবা লবণ ছিটিয়ে দিন।

একই তাপমাত্রায় বেক করুন ।

ড্যানিশ বা সুইট প্যাটিস।

ড্যানিশ বা সুইট প্যাটিস:
রোল করে রাখা পাফ পেস্ট্রি গোল করে কেটে হালকা হাতে বা রোলার দিয়ে একটু গোল করে নিন। উপরে ডিম ব্রাশ করে একই তাপমাত্রায় বেইক করুন।

বেইক করার পরে উপরে পাউডার সুগার ছিটিয়ে দিন।

চাইলে ডোটার সঙ্গে একটু চিনি মিশিয়ে লাচ্ছা পরোটার মতো করে ভাঁজ করে নিতে পারেন।

যেহেতু সুইট প্যটিস তাই এই ডো আলাদা ভাবে চিনি মিশিয়ে তৈরি করাই ভালো।