ম্যানিকিওর দীর্ঘস্থায়ী করতে

বেশ খরচা করে নখে ম্যানিকিওর করানোর পরও তা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।

লাইফস্টাইলডেক্সবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 12:10 PM
Updated : 12 August 2016, 12:13 PM

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয় অনেকদিন পর্যন্ত ম্যানিকিউরের প্রভাব ধরে রাখতে চাইলে রয়েছে পাঁচ উপায়।

- নখে ‘বেইস কোট’ দেওয়ার আগে অতিরিক্ত তেল অপসারণের জন্য সাদা ভিনিগারে তুলা ভিজিয়ে ভালো মতো নখ ঘষে নিতে হবে। তবে অভ্যাসবসত নখ ভেজানো যাবে না। কারণ, এর ফলে নখ প্রসারিত ও সংকুচিত হয়ে যায়। তখন নেইলপলিশ লাগালে তা দেখতে ভালো লাগে না।

- নখে ‘বেইস কোট’ গোড়া থেকেই সঠিকভাবে লাগানো উচিত। না হলে এটি উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

- নখের উপরিভাগে উজ্জ্বল কোট ব্যবহার করা উচিত। 

- নিয়মিত নখে ‘কিউটিক্যাল অয়েল’ ব্যবহার করতে হবে।

- নেইলপলিশ লাগানোর আগে বোতল কখনই উপর নিচ করে ঝাঁকানো উচিত নয়। এতে বোতলের ভেতর বাতাসের বুদ বুদ সৃষ্টি হয়। ফলে নেইলপলিশ লাগানো হলে তা দেখতে অমসৃণ লাগে। তাই ব্যবহারের আগে নেইলপলিশের বোতল দুই হাতের তালুর সাহায্যে আড়াআড়িভাবে রোল করা উচিত।          

- নখ শুকানোর জন্য কখনই গরম বাতাস ব্যবহার করা উচিত নয়। প্রয়োজন হলে বরফের মধ্যে আঙ্গুল ডুবিয়ে এই কাজ করা যেতে পারে।