চিলি প্রন রাইস

একই সঙ্গে স্বাস্থ্যকর ও মুখরোচক স্বাদে উদরপূর্তির জন্য সহজেই তৈরি করুন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2016, 07:02 AM
Updated : 9 August 2016, 07:02 AM

রেসিপি দিয়েছেন অসিত কর্মকার সুজন।

উপকরণ: চিংড়ি ১ কেজি। পেঁয়াজকুচি আধা কাপ। চাল ৪ কাপ। ভুট্টার তেল ১ কাপ। টমেটো পিউরি ২ কাপ। লবণ স্বাদ মতো। গোলমরিচ-গুঁড়া ১ চা-চামচ। দারুচিনির গুঁড়া ১ চা-চামচ। চিনি সামান্য। কাঠবাদাম আধা ভাঙা ৩ টেবিল-চামচ।

পদ্ধতি: চিংড়ির খোসা বাদ দিয়ে শিরা ফেলে দিন। তারপর অল্প লবণ দিয়ে মাখিয়ে ময়দায় গড়িয়ে নিতে হবে।

হাঁড়িতে ৮ কাপ পানি দিয়ে চুলায় দিন। পানি ফুটে উঠলে ২ টেবিল-চামচ ভুট্টার তেল, টমেটো, লবণ, দারুচিনি ও গোলমরিচ দিয়ে দিন।

চাল ধুয়ে পানি ঝরিয়ে সিদ্ধ করতে দিন। সিদ্ধ হয়ে এলে বাদাম ও চিনি দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন।

প্যানে বাকি তেল গরম করে পেঁয়াজ বাদামি রং করে ভেজে চিংড়ি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ভুনতে হবে।

তারপর নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।

সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।