ক্যাস্টর অয়েল দিয়ে রূপচর্চা

সুন্দর চুল, চোখের পাপড়ি এবং ঘন ভ্রু পেতে রেড়ির তেল দারুণ কার্যকর।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2016, 09:27 AM
Updated : 8 August 2016, 09:27 AM

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয় ক্যাস্টর অয়েলে দিয়ে সৌন্দর্যচর্চার জন্য আরও লাগবে নারিকেল তেল ও অলিভ অয়েল।

কীভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেওয়া যাক।

চুলের যত্নে ক্যাস্টর অয়েল: চুল বৃদ্ধিতে ক্যাস্টর অয়েল সাহায্য করে। এতে রয়েছে রিসিনলিয়েক অ্যাসিড যা ত্বকের পিএইচ-এর মাত্রা বজায় রাখতে সাহায্য করে। তাছাড়া মাথার ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য বজায় রাখতেও ক্যাস্টর অয়েল উপযোগী। বিভিন্ন প্রসাধনীতে থাকা কেমিকল এবং ‘স্টাইলিং টুল’ ব্যবহারের কারণে চুলের ক্ষতি পুষিয়ে নিতেও ক্যাস্টর অয়েল বেশ উপকারী।

ক্যাস্টর অয়েল বেশ ঘন তাই এর সঙ্গে অলিভ অয়েল এবং নারিকেল তেল মিশিয়ে মাথার ত্বকে মালিশ করতে হবে। সারা রাত বা দুই ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহারেই পার্থক্য চোখে পড়বে।

ভ্রু এবং পাপড়ির জন্য: ক্যাস্টর অয়েলে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান এবং ফাইটোকেমিকল, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। আরও আছে প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড। যা পাপড়ি এবং ভ্রু ঘন করে।

তুলা বা আঙ্গুলের সাহায্যে অল্প পরিমাণে ক্যাস্টর অয়েল রাতে ঘুমানোর আগে ভ্রুতে লাগিয়ে নিন। পুরানো মাস্কারার তুলির সাহায্যে চোখের পাপড়িতে ক্যাস্টর অয়েল লাগানো যায়। প্রতি রাতে ব্যবহারে পাওয়া যাবে সুফল।

ছবি: রয়টার্স।