কাঁচাপেঁপের ৪ স্বাস্থ্যগুণ
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2016 05:35 PM BdST Updated: 01 Aug 2016 05:38 PM BdST
ওজন ও মাসিকের ব্যথা কমাতে সহায়ক। পাশাপাশি রয়েছে নানান পুষ্টিগুণ। তাই খাবারের তালিকায় এই সবজি থাকা বেশ উপকারী।
কাঁচাপেঁপেতে রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ইত্যাদি খনিজ উপাদান। আরও আছে ভিটামিন এ, সি, ই এবং বি। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে কাঁচাপেঁপের পুষ্টিগুণ তুলে ধরা হয়।
ওজন কমাতে সহায়ক: পেঁপেতে রয়েছে দুই ধরনের এনজাইম- পাপাইন এবং চায়মোপাপাইন। যা চর্বি, প্রোটিন এবং কার্বোহাইড্রেট ভেঙে খাবার হজমে সহায়তা করে। তাই খাবারের তালিকায় কাঁচাপেঁপে যুক্ত করা হলে তা ওজন কমাতে সাহায্য করবে।
মাসিকের ব্যথা: এক গবেষণায় দেখা গেছে পেঁপে নারীদের শরীরে অক্সিটসিন এবং প্রোস্টাগ্ল্যানডিন হরমোনের মাত্রা বৃদ্ধি করে। ওই হরমোনগুলো পালাক্রমে ইউট্রাস সংকোচনে সহায়তা করে। ফলে ব্যথার মাত্র কমে আসে।.
কোষ্ঠকাঠিন্য: কাঁচাপেঁপেতে রয়েছে প্রচুর আঁশ, যা পানি ধারণ করে। এতে মল নরম হয়। তাছাড়া পেঁপেতে রয়েছে ল্যাটেক্স যা মলাশয় পরিষ্কার রাখতে সাহায্য করে। এতে করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।
ডায়বেটিস: গবেষণায় দেখা গেছে কাঁচাপেঁপের রস পান করলে তা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পেঁপের রস ‘বেটা সেল’ পুর্নগঠনে সহায়তার মাধ্যমে ইনসুলিনের সংশ্লেষণ বৃদ্ধি করে।
সর্বাধিক পঠিত
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬