তেলাপিয়ার কাবাব
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2016 03:53 PM BdST Updated: 01 Aug 2016 04:58 PM BdST
মাংস খেতে পারছেন না তবে তৈরি করুন মাছের কাবাব।
Related Stories
রেসিপি দিয়েছেন রুনা হোসেন।
কাবাবের উপকরণ: তেলাপিয়া মাছ ৩টি। আলু ২টি (বড়)। পাউরুটি ২টি। জিরাগুঁড়া ১ চা-চামচ (টেলে গুঁড়া করে নিন)। মরিচগুঁড়া ১ চা-চামচ (টেলে গুঁড়া করে নিন)। ধনেগুঁড়া ১ চা-চামচ। কাবাব চিনিগুঁড়া আধা চা-চামচ। রসুনবাটা ১ চা-চামচ। পেঁয়াজকুচি (মিহি করে) ১/৩ কাপ। অরিগানো ১/৪ চা-চামচ। লেবুপাতা-কুচি ২,৩ টেবিল-চামচ অথবা লেবুর খোসাকুচি করা ১ টেবিল-চামচ। ধনেপাতা কুচি ১/৪ কাপ। পুদিনা-পাতাকুচি ২ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো।
কাবাব ভাজার জন্য: ময়দা ১ কাপ। পাউরুটির গুঁড়া ৩ কাপ। ডিম ২টি। তেল ভাজার জন্য।
পদ্ধতি: মাছ সিদ্ধ করে কাঁটা বেছে নিন। মাছসহ কাবাবের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে কাবাবের আকার (ছবির মতো) করে নিন।
একটা বাটিতে ডিম, ২ টেবিল-চামচ পানি দিয়ে ফেটিয়ে রাখুন। পাউরুটির গুঁড়ার সঙ্গে সামান্য লবণ এবং গোলমরিচগুঁড়া মিশিয়ে রাখুন।
কাবাব একটা একটা করে ময়দায় গড়িয়ে, ডিমে চুবিয়ে পাউরুটির গুঁড়ায় গড়িয়ে ফ্রিজে রাখুন ৪০ মিনিট। ফ্রিজ থেকে বের করে ছড়ানো প্যানে অল্প তেলে বাদামি করে ভেজে নিন।
এই কাবাব ডিপ ফ্রিজেও রাখতে পারবেন।
সমন্বয়ে: ইশরাত জে. মৌরি|
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের