সাবুই মিঠাই

ইফতারের জন্য দই আর সাবুদানা দিয়ে তৈরি অসাধারণ একটা খাবার।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2016, 10:09 AM
Updated : 25 June 2016, 10:09 AM

রেসিপি দিয়েছেন তাসমিন সুলতানা দিনা।

উপকরণ: পরিমাণ নিজেদের মতো করে যতটা দরকার ব্যবহার করবেন।

দই ২৫০ গ্রাম। ভ্যানিলা আইসক্রিম আধা লিটার। সাবুদানা (সাগুদানা) ১ কাপ (ভিজিয়ে রাখবেন এবং ফুটিয়ে নিয়ে ঠাণ্ডা করে নেবেন)। স্ট্রবেরি জেলো ১ প্যাকেট (প্যাকেটের গায়ে লেখা নিয়ম মতো বানিয়ে জমার জন্য ফ্রিজে রেখে দিন)। তকমা ৩ টেবিল-চামচ (পানিতে ভিজিয়ে রাখলে একটু পর ফুলে উঠবে)।  কাঠবাদাম টুকরা করা (সাজানোর জন্যে)।

এখন শুধু ‘লেয়ার’ করে সাজাতে হবে।

পদ্ধতি:
প্রথমে পরিবেশন গ্লাসে, জেলো দিয়ে ফ্রিজে রেখে একটু সেট হতে দিন। সাবুদানার পানি ঝরিয়ে তার উপর ছড়িয়ে দিন। এর উপর হবে দইয়ের স্তর।

তার উপর আইসক্রিমের পাতলা লেয়ার ও উপরে তকমা অল্প দিয়ে আবার সাবুদানা দিন। সব শেষে কাঠবাদাম-কুচি ও জেলো দিয়ে সাজিয়ে পরিবেশন করবেন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।