মশার কামড়ে লাল দাগ

প্রতিকারের আগে চাই প্রতিরোধ।

শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2016, 10:49 AM
Updated : 21 June 2016, 11:21 AM

মশা কামড়ালে ফুলে ওঠে বা লাল দাগ হয়। অনেক ক্ষেত্রে এই দাগ বেশি সময় ধরে থাকে এবং চুলকায়।

এ সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রাশেদ মোহাম্মদ খান বলেন, “ডাক্তারি ভাষায় একে বলা হয় স্পেকুলার আর্টিকেরিয়া। সব বয়সিরাই এতে আক্রান্ত হন, তবে শিশুরাই আক্রান্ত হয় সব চেয়ে বেশি।”

তিনি পরামর্শ দেন, “এক্ষেত্রে মশা থেকে দূরে থাকার ব্যবস্থা নিতে হবে। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে ঘরের জানালা বন্ধ রাখতে হবে অথবা নেট আটকে দিতে হবে। মশারি, কয়েল, অ্যারোসল ইত্যাদি ব্যবহার করতে পারেন। বাড়ির বাইরে গেলে ওডোমোস ব্যবহার করতে পারেন।”

শিশুদের সন্ধ্যার পর সুতির ফুলহাতা জামা-কাপড় পরানোর পরামর্শ দেন এই অধ্যাপক। এতে মশার কামড় ঠেকানোর একটা পন্থা হতে পারে।

চিকিৎসা সম্পর্কে তিনি বলেন, “এক্ষেত্রে ‘ফুসিডিক অ্যাসিড উইথ স্টেরোয়েড’ নামক মলমটি দিনে দুইবার ব্যবহার করতে পারেন। মলমটি দুই সপ্তাহ ব্যবহার করতে হবে।”

ছবি: রয়টার্স।