রোদপোড়া ভালো করতে

রোদে পুড়ে ত্বক হয়েছে কালচে, হাতের কাছেই রয়েছে সহজ সমাধান।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2016, 09:27 AM
Updated : 27 April 2016, 09:28 AM

ছাতা বা সানস্ক্রিন ব্যবহার করার পরেও শরীরের অনাবৃত অংশ রোদের তাপে কালচে হয়ে যেতে পারে। হাতের নাগালে থাকা উপাদান দিয়ে ত্বকের স্বাভাবিক রং ফিরিয়ে আনা যায়।

কোন উপাদানের সঙ্গে কী মিশিয়ে ব্যবহার করলে রোদপোড়াভাব দূরে হবে সেই পন্থাই দিয়েছে একটি রূপচর্চাবিষয়ক ওয়েবসাইট।

লেবু ও গোলাপ জল: এক টেবিল-চামচ লেবুর রসের সঙ্গে পাঁচ টেবিল-চামচ গোলাপ জল মিশিয়ে ঘুমানোর আগে মুখে এবং শরীরের অন্যান্য রোদপোড়া ত্বকে লাগিয়ে নিন। সকালে ধুয়ে ফেলুন। নিয়তি ব্যবহারে রোদপোড়া ত্বক সেরে উঠবে।

হলুদগুঁড়া ও লেবু: একসঙ্গে মিশিয়ে ত্বকে মেখে কিছুক্ষণ অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলতে হবে। হলুদ পোড়াত্বক সারিয়ে তুলতে সাহায্য করবে এবং লেবু রং উজ্জ্বল করতে বেশ উপকারী।

বেসন, দুধ ও লেবু: এক টেবিল-চামচ বেসনের সঙ্গে দুই টেবিল-চামচ দুধ ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি ত্বকে মেখে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুতিনবার ব্যবহারে উপকার পাওয়া যাবে।

টমেটো ও লেবুর রস: সমপরিমাণে নিয়ে আক্রান্ত ত্বকে মেখে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা ১৫ দিন ব্যবহারে রোদপোড়া ত্বক সেরে উঠবে।

প্রতীকী মডেল: মৌ।