গ্রীষ্মে অতিরিক্ত তাপমাত্রা আর রোদের কারণে মেইকআপ ঠিকঠাক রাখা বেশ দুষ্কর। আর তৈলাক্ত ত্বক হলে তো এই সমস্যা আরও কয়েকগুণ বেড়ে যায়। তাই এই মৌসুমে মেইকআপের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা দরকার।
Published : 05 Mar 2016, 03:41 PM
সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে গ্রীষ্মে তৈলাক্ত ত্বকে মেইকআপের ক্ষেত্রে কী কী বিষয় লক্ষ রাখবেন তা এখানে দেওয়া হল।
ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং: মেইকআপ শুরুর আগে ত্বককে প্রস্তুত করে নিতে হবে। বাড়তি তেলের সমস্যা থাকলে হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর অ্যালকোহলমুক্ত টোনার মুখে বুলিয়ে নিতে হবে। টোনার ত্বকের লোমকূপ সংকুচিত করে তেল নিয়ন্ত্রণে সাহায্য করবে। এরপর তেল বিহীন ময়েশ্চারাইজার ত্বকে মেখে নিতে হবে।
প্রাইমার ব্যবহার: মেইকআপের জন্য মশ্রিণ ক্যানভাস তৈরি করে নিতে শুরুতে ত্বকে প্রাইমার লাগাতে হবে। তাছাড়া মেইকআপ দীর্ঘক্ষণ ভালো রাখার জন্যও ভালো প্রাইমার ব্যবহার করা উচিত। এর পাশাপাশি ত্বকের বাড়তি তৈলাক্তভাব নিয়ন্ত্রণেও সাহায্য করে কিছু কিছু প্রাইমার।
ফাউন্ডেশন এড়িয়ে চলুন: প্রতিদিনের মেইকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন বাদ দেওয়া ভালো। হালকা ফাউন্ডেশন দেওয়া ময়েশ্চারাইজার, বিবি বা সিসি ক্রিমই প্রতিদিন ব্যবহার উপযোগী। যদি ত্বকের কোনো কালো দাগ বা চোখের নিচের কালি ঢাকতে হয় তাহলে কনসিলার ব্যবহার করা যেতে পারে। আর কোনো অনুষ্ঠানে যদি ফাউন্ডেশন ব্যবহার করতে হয় তাহলে তেল ছাড়া মিনারেল ফাউন্ডেশন বেছে নেওয়া উচিত।
পাউডার ব্যবহার: তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য মেইকআপ সুন্দর রাখতে সব শেষে পাউডার ব্যবহার সব থেকে গুরুত্বপূর্ণ। এটি গরমের কারণে বাড়তি তেল শুষে নিয়ে ত্বকের বাড়তি চকচকেভাব নিয়ন্ত্রণ করবে।
বল্টিং পেপার: বল্টিং পেপার এক ধরনের টিস্যু যা ত্বকের মেইকআপ অক্ষত রেখে তেল শুষে নিতে পারে। যতই অয়েল-ফ্রি মেইকআপ ব্যবহার করা হোক না কেনো, দীর্ঘ সময় বাইরে থাকলে ত্বক তৈলাক্ত হয়ে যায়। সেক্ষেত্রে বল্টিং পেপার ত্বকের যে যে অংশে বেশি তেল হয় সেখানে চেপে ধরলে বাড়তি তেল শুষে নেবে।
ছবি: দীপ্ত।