চোখে শুধু কালো আইলাইনার ব্যবহার এখন অনেকটাই সেকেলে। ফ্যাশনপ্রেমী নারীদের পছন্দের তালিকায় এখন উঠে এসেছে সবুজ, বেগুনি, নীল, খয়েরি ইত্যাদি রংয়ের আইলাইনার।
Published : 30 Jan 2016, 02:28 PM
তবে যে কোনো রংয়ের বেছে নিলেই চলবে না। নিজের সঙ্গে মানিয়ে আইলাইনার বাছাইয়ের কিছু লক্ষণীয় দিক উল্লেখ করা হয় রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে।
- আমরা বরাবরই নিজের সঙ্গে মানানসই পোশাক কিনি। তেমনই চোখের ও গায়ের রংয়ের ধরন বুঝে তবেই আইলাইনারের রং বাছাই করা উচিত। পাশাপাশি পোশাকের রংয়ের সঙ্গেও সামঞ্জস্য বজায় রেখে আইলাইনার দিতে হয়।
- বাদামি রংয়ের চোখ যাদের তাদের সঙ্গে বেগুনি, গোলাপি, পেস্ট, আসমানি রংয়ের আইলাইনার বেশি মানায়। আর ঘোলাটে বাদামি চোখের সঙ্গে সবুজ আইলাইনার যায় ভালো।.
- আইলাইনার ব্যবহারের আগে তা কতটুকু ঘন বুঝে নিতে হবে। চিকন বা মোটা রেখা চান, নাকি স্মাজ লুক— এই হিসেবে বাছাই করতে হবে লাইনার। রেখা টানার জন্য লিকুইড বা জেল লাইনার আদর্শ, আর স্মাজ লুক চাইলে পেনসিল কাজল বেছে নিতে হবে।
- চোখের পাপড়ির কোল ঘেষে রেখা টানতে হবে। মোটা করে লাইনার লাগালে ভালোভাবে ভরাট করে নিতে হবে যেনো দাগের ফাঁকে ত্বক দেখা না যায়।
- যখন চোখের সাজে ভিন্নতা আনা হবে তখন অন্যান্য সাজে লাগাম টানতে হবে। এতে চোখই থাকবে আকর্ষণের কেন্দ্রে।
প্রতীকী মডেল: তাসমিয়া মীম। ছবি: দিপ্ত। মেইকআপ: আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড।