ব্যথা করা যাবে না হেলা
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2015 05:38 PM BdST Updated: 01 Dec 2015 05:38 PM BdST
আরেকটা দিন দেখি ব্যথা কমে কিনা— শরীরের বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে এমন অবহেলা করলে ঘটে যেতে পারে দুর্ঘটনা।
সাধারণ অথচ মারাত্বক জটিলতার ইঙ্গিত হতে পারে এমনই কিছু ব্যথা সম্পর্কে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইট।
বুক ব্যথা: হার্ট আটাক বা অন্যান্য হৃদরোগের লক্ষণ হতে পারে বুক ব্যথা। এছাড়াও হজম কিংবা গ্যাসের সমস্যা, মানসিক চাপ, সর্দিকাশি, জ্বর ইত্যদির লক্ষণও হতে পারে এটি। শারীরিক এই সমস্যাগুলো সাধারণ মনে হলেও বুকের ব্যথা কখনও অবহেলা করা উচিত নয়। খেয়াল রাখতে হবে, বুক ব্যথার সঙ্গে যদি গলা, চোয়াল, বুকের উপরের অংশে ও বাম কাঁধে ব্যথা অনুভব করেন তবে অবশ্যই একজন হৃদরোহ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
মাথাব্যথা: কারণ বলে শেষ করা সম্ভব নয়। তবে নিয়মিত মাথাব্যথার কারণ হতে পারে মস্তিষ্কের টিউমার বা রক্তক্ষরণের উপসর্গ। যদি প্রায়ই আকস্মিকভাবে তীব্র মাথাব্যথা অনুভব করেন তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।
তলপেটে ব্যথা: তলপেটে মারাত্বক ব্যথা হতে পারে অ্যাপেনডিক্সের লক্ষণ। পেটে ব্যথা হলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে সমস্যা যদি নিয়মিত হয় তা পাকস্থলীতে আলসার, অন্ত্র বন্ধ হয়ে যাওয়া বা অগ্ন্যাশয়ের সমস্যার ইঙ্গিত হতে পারে।
ছবি: দিপ্ত এবং ই স্টুডিও।
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ডলারের তেজ খানিকটা কমল
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’