শীতে গ্রীষ্মের পোশাক

ঠাণ্ডা মৌসুমে গরমকালের পোশাক পরে শীত কাটান।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2015, 12:36 PM
Updated : 28 Nov 2015, 12:36 PM

শীতমৌসুমে আলমারিতে পড়ে থাকে হালকাপাতলা পোশাক। তবে বুদ্ধি খাটালে শীতেও কাজে লাগানো যাবে স্তূপ করে রাখা গ্রীষ্মের পোশাক।

ভারতীয় শপিং সাইট ফ্যাশনঅ্যান্ডইউ ডটকম’য়ের ক্রিয়েটিভ স্টাইলিস্ট অনুজ লালওয়ানি আলাদা করে রাখা পোশাকগুলো কীভাবে শীতে কাজে লাগানো সম্ভব সে বিষয়ে কিছু পরামর্শ দেন।

- গ্রীষ্মের সুতির বা হালকা জামাগুলো জ্যাকেট বা ব্লেজারের সঙ্গে মিলিয়ে পরলেই শীতে মানিয়ে যাবে। তাছাড়া খাটো পোশাক বা স্কার্টের সঙ্গে লেগিংস বা জ্যাগিংস পরে নিলেই পা রেহাই পাবে ঠাণ্ডা থেকে।

- লম্বা বা ঝোলানো পোশাকের উপর পুলওভার বা মোটা টি-শার্ট পরে নিলেই শীতে আরাম পাওয়া যাবে।

- গরমে বেশ জনপ্রিয়তা পেয়েছিলো ম্যাক্সি স্টাইলের পোশাকগুলো। শীতে পা ঢাকা ম্যাক্সি পোশাকে পায়ে সরাসরি বাতাস লাগবে না।

- ভালো মানের উঁচু গলার বা গলা বন্ধ সোয়েটারের সঙ্গে স্কার্ট বা লম্বা জামা পরে নিলেই তা শীতের পোশাক হয়ে যাবে।

- গরমের মৌসুমের ঢোলাঢালা বা পালতা প্যান্টের নিচে লম্বা মোজা বা জ্যাগিংস পরে উপরে পরতে পারেন গলাবন্ধ সোয়েটার এবং কোট বা জ্যাকেট।

ছবি সৌজন্যে: লা রিভ।