সঠিক পুষ্টি উপাদান পাওয়ার জন্য চাই সঠিক খাদ্যাভ্যাস।
Published : 26 Nov 2015, 04:10 PM
সূর্যালোক থেকে ভিটামিন ডি শরীরে তৈরি হলেও প্রকৃতিক খাবার থেকেও এই ভিটামিনের চাহিদা পূরণ করা যায়।
খাদ্য ও পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে ছয়টি খাবারের নাম জানানো হয় যা ভিটামিন ডি’র ভালো উৎস।
দুধ: ভিটামিন ডি’র একটি চমৎকার উৎস। এক গ্লাস দুধ খেলেই মিলবে শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি’র এক চতুর্থাংশ।
সিরিয়াল: সিরিয়ালে প্রচুর ভিটামিন ডি সুরক্ষিত অবস্থায় থাকে। তবে কেনার আগে প্যাকেটের গায়ে লেখা ‘নিউট্রিশন ফ্যাক্ট’ দেখে নিতে ভুলবেন না।
ডিম: ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। পুরো ডিমে ভিটামিন ডি না থাকলেও পুরো ডিম খাওয়াই ভালো।
কমলার রস: দুধ আর সিরিয়ালের মতো কমলার রসেও ভিটামিন ডি সুরক্ষিত অবস্থায় থাকে। প্রতিদিন এক গ্লাস কমলার রস হতে পারে ভিটামিন ডি’র একটি উপকারী ডোজ।
মাশরুম: মাশরুমে থাকে উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন ডি। মাশরুমের জাতভেদে ভিটামিনের পরিমাণের তারতম্য হয়। ‘শিটাকে’ মাশরুমে সবচাইতে বেশি ভিটামিন ডি থাকে বলে ধারণা করা হয়।
ছবি: রয়টার্স।