শীতের পোশাক বাছাই

ঠাণ্ডা আবহাওয়া থেকে নিজেকে বাঁচানোর পাশাপাশি স্টাইলের বিষয়টিও খেয়াল রাখা দরকার।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2015, 11:10 AM
Updated : 17 Nov 2015, 11:10 AM

ফ্যাশনবিষয়ক একটি ওয়েবসাইটে শীতের পোশাক বাছাইয়ের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ রাখার জন্য পরামর্শ দেওয়া হয়।

- শীতের পোশাক বাছাইয়ের ক্ষেত্রে পোশাকের দৈর্ঘ্য বিবেচনায় রাখা দরকার। পোশাকটি যেন অতিরিক্ত লম্বা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গরম কাপড় উরুর মাঝামাঝি থেকে হাঁটুর উপর পর্যন্ত হলেই সব থেকে মানানসই হবে।   

- শীতে গাঢ় রং বেশি ভালো মানায়। এ সময় আবহাওয়া ঘোলাটে থাকায় গাঢ় রংগুলো ভালো লাগে। এক্ষেত্রে বাদামি, কালো, গাঢ় নীল ইত্যাদি রং বেশ মানানসই।

- যারা খাটো তাদের এক রংয়ের পোশাকে বেশি ভালো মানাবে। আর খানিকটা লম্বা হলে বিভিন্ন প্যাটার্ন বেছে নিতে পারেন। পোশাকে ভিন্নতা আনতে বেল্ট ব্যবহার করা যেতে পারে।

- এ মৌসুমে গলা বন্ধ বা উঁচু গলার পোশাক বেছে নেওয়া উচিত। এতে গলায় এবং বুকে ঠাণ্ডা লাগবে না। মেইকআপ যতটা হালকা হবে ততই ভালো। ত্বকের স্বাভাবিক রং বজায় রেখে মেইকআপ করতে হবে। তবে শীতে চোখে গাঢ় কাজল এবং শ্যাডো বেশ মানায়। তাছাড়া গাঢ় লিপস্টিকও লাগানো যেতে পারে।