নুডলস পিৎজা

এই পিৎজা তৈরি করতে লাগবে না কোনো আটার ডো, দরকার হবে না ওভেন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2015, 10:00 AM
Updated : 26 Jan 2018, 07:53 AM

রেসিপি দিয়েছেন আতিয়া হোসেন তনী।

উপকরণ

২ কাপ সিদ্ধ করা নুডুলস অথবা স্প্যাগেটি। ১ টি ডিম। শুকনা ওরিগানো পরিমাণ মতো (ইচ্ছা)। পার্মেজান চিজ ২, ৩ টেবিল-চামচ (ইচ্ছা)। লবণ স্বাদ মতো। গোলমরিচ-গুঁড়া স্বাদ মতো। ক্যাপ্সিকাম গোল করে কাটা পরিমাণ মতো। টমেটো সস বা পিৎজা সস ৩,৪ টেবিল-চামচ। সসেজ-কুচি (ইচ্ছে)। তেল পরিমাণ মতো। মোৎজারেলা চিজ ১ কাপ অথবা ইচ্ছে মতো।

পদ্ধতি

সিদ্ধ নুডুলসের সঙ্গে ডিম ফেটিয়ে লবণ, গোলমরিচ সব উপকরণ মিশিয়ে মাখিয়ে নিতে হবে।

ননস্টিক ফ্রাই প্যানে তেল গরম করে নুডুলস দিয়ে চেপে চেপে সমান করে দিন। একপাশ বাদামি ও মচমচে হয়ে আসলে উল্টে দিন। এর উপর পিৎজা সস, মোৎজারেলা চিজ, ক্যাপ্সিকাম এবং সসেজ দিয়ে উপরে আরও কিছু পিৎজা সস ঢেলে ঢেকে দিন।

চিজ গলে গেলে নামিয়ে প্লেটে রেখে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।