পর্ন আসক্তি— মানসিক স্বাস্থ্যে ঝুঁকি
লাইফস্টাইল ডেস্ক, আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2015 03:44 PM BdST Updated: 04 Oct 2015 04:00 PM BdST
পর্ন দেখার ইচ্ছাকে যারা কোনো মতেই রুখতে পারছেন না তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে নতুন এক গবেষণা। ফলাফলে দেখা গেছে এই আসক্তির ধারনাটাই আপনাকে অসুস্থ করে তুলতে পারে।
অনেকেই মনে করেন, অশ্লীল ভিডিও এক ধরনের স্বাস্থ্যকর যৌন অভিব্যক্তি। আবার অনেকের মতে, এসব অত্যন্ত খারাপ যা মানুষের মধ্যে অবাস্তব আকাঙ্ক্ষা এবং আসক্তি সৃষ্টি করে।
মেডিকলডেইলি ডটকম’য়ের প্রতিবেদনে জানানো হয়— কেইস ওয়েস্টার্ন রিভার্স ইউনিভার্সিটির করা নতুন এই পর্যালোচনা ইঙ্গিত করে যে, পর্ন আসক্তির ধারণাটাই একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
গবেষেকরা দেখেন, যারা বিশ্বাস করেন যে তারা পর্নোগ্রাফিতে আসক্ত তারা বিভিন্ন মনস্তাত্ত্বিক জটিলতা যেমন: দুশ্চিন্তা, ক্রোধ ও উৎকণ্ঠা অনুভব করে থাকেন।
তবে এই অনুভূতিগুলো পর্ন দেখার ফলাফল নয়। বরং দেখাটা যে আসক্তিতে পরিণত হচ্ছে, এই অনুভূতিটাই মূলত ওই মানসিক জটিলতাগুলোর কারণ।
গবেষণার প্রধান লেখক জশুয়া গ্রাবস বলেন, “জটিলতাগুলোর কারণ পর্নোগ্রাফি নয়। বরং এগুলো সম্পর্কে যা ভাবা হচ্ছে সেটাই আসল।”

“সবক্ষেত্রে মানসিক জটিলতা পর্নোগ্রাফি দেখার অপরাধ বোধ থেকে আসে না।”—বলেন গ্রাবস।
বরং কিছু মানুষের ক্ষেত্রে পর্ন কোনো জটিলতা তৈরি করে না। বরং পর্ন দেখার পরিণতি নিয়ে দুশ্চিন্তাই জটিলতা ডেকে আনে।
গ্রাবস বলেন, “পর্ন দেখা নিয়ে সবার সামনে অপমানিত হওয়া, বৈবাহিক সম্পর্কে জটিলতা তৈরি হওয়া কিংবা কর্মক্ষেত্রে ধরা পড়া ও চাকরি হারানো— এগুলোই মূলত মনস্তাত্ত্বিক জটিলতার কারণ।”
ছবি: রয়টার্স।
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা