চকলেট লেয়ার্ড বিস্কুট জেলো চিজ কেক
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2015 05:24 PM BdST Updated: 27 Aug 2015 05:24 PM BdST
রেস্তোরাঁয় গিয়ে এক টুকরা খাবেন! এরচেয়ে ঘরেই তৈরি করুন পুরো কেক।
চিজকেক বেশ জনপ্রিয় একটি ডেজার্ট। তবে রেস্তোরাঁতে এক টুকরা চিজকেক খেতে বেশ কিছু টাকা গুনতে হতে পারে।
তাই সহজেই চকলেট লেয়ার্ড বিস্কুট এবং স্ট্রবেরি জেলো দিয়ে চিজকেক তৈরির পদ্ধতি জানিয়েছেন সাইমা সৈয়দ।
উপকরণ
মাখন ৫০ গ্রাম। চকলেট লেয়ার্ড বিস্কুট ১৪ পিস। ক্রিম চিজ ৫০০ গ্রাম। ১/৪ কাপ চিনি। সাদা চকলেট ৩৫০ গ্রাম। ওরিও বিস্কুট ১২টি, গুঁড়া করা। স্ট্রবেরি জেলো ১ প্যাকেট। চায়না গ্রাস ৭ গ্রাম। চেরি বা স্ট্রবেরি ৮/১০ টি অথবা ইচ্ছা মতো।
পদ্ধতি
প্রথমে গুঁড়া করে নেওয়া ওরিও বিস্কুটের সঙ্গে গলিয়ে রাখা মাখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর চিজকেক তৈরির পাত্রের নিচে একটি বেইকিং শিট গোল করে কেটে দিয়ে তার উপর ওরিও এবং মাখনের মিশ্রণ দিয়ে ভালোভাবে চেপে একটি লেয়ার করতে হবে।
এবার চকলেট লেয়ার্ড বিস্কুটগুলো মোল্ডের চারপাশে লম্বা করে বসিয়ে দিতে হবে (ছবির মতো)। বিস্কুটগুলো হালকাভাবে চেপে দিতে হবে যেন ওরিও লেয়ারের মধ্যে বসে যায়। লেয়ার শক্ত হওয়ার জন্য ফ্রিজে রেখে ২০ মিনিট অপেক্ষা করতে হবে।
একটি বাটিতে ক্রিম চিজ নিয়ে চিনি দিয়ে ভালোভাবে বিট করতে হবে। এবার মিশ্রণের সঙ্গে সাদা চকলেট গলিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আরেকটি পাত্রে অল্প চিনি, পানি দিয়ে চায়না গ্রাস জ্বাল দিয়ে নিন। ঘন হলে ক্রিম চিজের সঙ্গে বিট করে নিয়ে ওরিও লেয়ারের উপর মিশ্রণটি ঢেলে দিন।
এবার পুরো কেক ভালোভাবে জমার জন্য তিন ঘণ্টা ফ্রিজে রাখুন।
এরপর স্ট্রবেরি জেলোর প্যাকেটে উল্লেখ্য নিয়ম অনুযায়ী জেলো তৈরি করে ক্রিম চিজের উপর হালকা করে ঢেলে দিন। জেলো জমার জন্য আবার ফ্রিজে রাখতে হবে আরও দুই ঘণ্টা।
জমে গেলে উপরে চেরি বা স্ট্রবেরি দিয়ে নিজের মতো করে ডেকোরেশন করে নিতে পারেন।
-
যে কারণে ত্বকের যত্নে গ্রিন টি ভালো
-
ঘরে অদ্ভূত গন্ধ? বরং পরখ করুন কয়েকটি জায়গা
-
চোখের পাতা কাঁপে যে কারণে
-
কাজ সম্পর্কিত মানসিক অস্বস্তি সামলানোর উপায়
-
সূর্যের তাপ থেকে ত্বকের ক্ষয় প্রতিরোধ করার পন্থা
-
ধাপে ধাপে পদত্যাগপত্র লেখার পন্থা
-
পারিবারিক সম্পর্ক খারাপ হলেই কি সঙ্গীও খারাপ?
-
পেটের মেদ কমাতে সেরা অভ্যাস
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো