পাটশাক রান্না

ভাতের সঙ্গে উপাদেয় পদ।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2015, 09:41 AM
Updated : 18 Sept 2015, 02:55 PM

রেসিপি দিয়েছেন আফরোজ সাইদা।

উপকরণ

পাটশাক ৪ মুঠ। রসুনকুচি ২ টেবিল-চামচ। পেঁয়াজকুচি ১ টেবিল-চামচ। সরিষার তেল ৩ টেবিল-চামচ। শুকনা-মরিচ ৪টি।

পদ্ধতি

প্রথমে শাক ভালো করে বেছে পাতা আলাদা করে নিন। কিছুক্ষণ পানিতে ভিজিতে রাখতে হবে, যেন শাকের গায়ে লেগে থাকা আলগা ধুলাবালি চলে যায়।

ফ্রাইপ্যানে তেল দিয়ে রসুন ও শুকনা-মরিচ বাগার দিন। তারপর পেঁয়াজকুচি ছাড়ুন। এবার শাক দিয়ে চুলার আঁচ বাড়িয়ে রান্না করুন।

লবণ ছিটিয়ে দিন। শাক সিদ্ধ হয়ে আসলে, সবুজ রং থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।