বিবাহিত জীবন দৃঢ় করতে
লাইফস্টাইল ডেস্ক, আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2015 04:31 PM BdST Updated: 05 Aug 2015 04:36 PM BdST
আপনার কি কারও সঙ্গে ‘সিরিয়াস’ প্রেমের সম্পর্ক রয়েছে, পাশাপাশি অন্য একজনের উপরেও ‘ক্রাশ’ খেয়েছেন? তাহলেও সমস্যা নাই, বরং এই কারণে আপনার বর্তমান সঙ্গীর প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিতে পারে।
নতুন এক মজার জরিপ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের শতকরা ৭০ ভাগ নারীই বলছেন অন্য কারও প্রতি ভালোলাগার অনুভুতি থাকাটা মূলত জীবনসঙ্গীর সঙ্গে তাদের জীবনে শান্তি বয়ে এনেছে।
১৯৮০ সালের পরে জন্ম নেওয়া মানুষদের নিয়ে তৈরি ওয়েবসাইট মাইক ডটকমে জরিপের অংশ নেওয়া বেশিরভাগ নারীই জানান অফিসের কোনো একজন সহকর্মীদের প্রতি তাদের বিশেষ ভালোলাগা কাজ করে,
কলাম্বিয়া ইউনিভার্সিটি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ কেন্টাকি-লেক্সিংটনের গবেষকরা এই জরিপ চালান। ১৯ থেকে ৫৬ বছর বয়সি ১৬০ জন নারীর মতামত নিয়ে এই পর্যালোচনা করা হয়।
এদের মধ্যে অধিকাংশ নারীই বিবাহিত কিংবা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত।
গবেষকদের মতে, “সিংহভাগ নারীই জানিয়েছেন, এই ভালোলাগার অনুভূতি তাদের চলতি সম্পর্কের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে নাই।”
জরিপের ফলাফলে আরও জানা গেছে, অধিকাংশ নারীই তাদের সঙ্গীর কাছে এই ‘ক্রাশ’ গোপন রেখেছেন।
গবেষকরা আরও বলেন, “অংশগ্রহণকারীদের মতে এই ভালোলাগার সম্পর্ক আসলে জীবনসঙ্গীর প্রতি তাদের আকর্ষণ আরও প্রবল করেছে।”
যেসব নারীরা যৌনাকাঙ্ক্ষা বেড়ে যাওয়ার কথা বলেছেন তাদের মতে, ভালোলাগার মানুষের প্রতি আকর্ষণকে তারা সত্যিকার জীবনসঙ্গীর সঙ্গে মিলনের সময় ব্যবহার করেন।
জার্নাল অফ সেক্স অ্যান্ড ম্যারিটাল থেরাপিতে এই গবেষণা প্রকাশিত হয়।
ছবি: রয়টার্স।
একসঙ্গে ঘুমাতে গেলে সম্পর্ক সুখের হয়
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান
- লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ