কর্মক্ষেত্রে যেমন পোশাক
লাইফস্টাইল ডেস্ক, আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2015 06:49 PM BdST Updated: 21 Jul 2015 06:49 PM BdST
এই সময়ে শুধু কঠোর পরিশ্রমই নয় পেশাগত জীবনে পোশাকেও সচেতন হতে হয়। তাই সহকর্মী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সুদৃষ্টি পেতে কিছু নিয়ম মেনে পোশাক পছন্দ করা উচিৎ।
অফিসের জন্য কীভাবে তৈরি হতে হবে তা নিয়ে কিছু টিপস দিয়েছেন ইন্টারন্যাশনাল লাক্সারি একাডেমির পরিচালক মোনিকা গার্গ।
- উচ্চপদস্থ কর্মকর্তার সামনে যাওয়ার আগে শার্ট বা কোটের বোতাম অবশ্যই ভালোভাবে আটকে রাখতে হবে।
- দৌড়ানোর জুতা পরে অফিসে যাওয়া উচিৎ নয়।
- অফিসের সবসময়ই মাপ-মতো বানানো পোশাক পরা জরুরি। নিজের মাপের চেয়ে ছোট বা বড় পোশাক পরা উচিৎ নয়।
- অফিসের জন্য সবচেয়ে সাধারণ, জনপ্রিয় এবং চলতি রংয়ের পোশাকে নিজের ওয়াড্রব সাজিয়ে তুলুন।
- ‘ক্লাসিক’ পোশাকের উপর বিনিয়োগ করুন। কারণ এগুলোর বিভিন্ন উপলক্ষ্যে পরিধান করা যায়, দামেও সাশ্রয়ি।
- নিজের ব্যক্তিত্ব আলাদাভাবে ফুটিয়ে তুলতে ঘড়ি, টাই, জুতা, ব্যাগ, গয়না ইত্যাদি অনুসঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- কর্মক্ষেত্রের স্টাইলের ক্ষেত্রে সব ঋতুতেই মানানসই এমন ধরনের কাপড় এবং রংয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিৎ।
ছবি: রয়টার্স।
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে