ইনটেক্স আইটি-২৬৭৫এসইউএফ ৪:১ চ্যানেলের এই মাল্টিমিডিয়া স্পিকার তৈরি করে দারুণ সারাউন্ড সাউন্ড। যা গেইম খেলা, সিনেমা দেখা, গান শোনায় নিয়ে আসবে আলাদা অনুভব।
Published : 23 Jun 2013, 01:49 PM
৪টি স্যাটেলাইট স্পিকার ও ১টি সাব-উফার। পাওয়ার আউটপুট আরএমএস ৩০ ওয়াট+৪এক্স ১২ডব্লিউ। আছে এসডি, ইউএসবি এফএম সুবিধা। ইনপুট পোর্ট- আরসিএ জ্যাক।
রয়েছে রিমোটকন্ট্রলে নিয়ন্ত্রণের সুবিধা।
তিন মাসের ওয়ারেন্টিও আছে। দাম ৪ হাজার ৫শ টাকা।
সূত্র: অ্যাপেক্স টেকনোলজি লিমিটেড। মাল্টিপ্ল্যান সেন্টার, এলিফ্যান্টরোড, ঢাকা।