অ্যাপেল ক্রাম্বল উইথ বাটার কুকিজ

মজার নাস্তা তৈরির পদ্ধতি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 07:40 PM
Updated : 28 Oct 2014, 07:40 PM

উপকরণ

“গোল্ডমার্ক” বাটার কুকিজ ১ প্যাকেট। ক্যারামেল ২ টেবিল চামচ। ব্রাউন সুগার ১ টেবিল চামচ। বাটার ২ টেবিল চামচ। আপেল ২ টি (পাতলা স্লাইস করে কাটা)।

পদ্ধতি

প্রথমে “গোল্ডমার্ক” বাটার কুকিজগুলো একটা বাটিতে নিয়ে গুড়ো করে ভাঙ্গুন। এরপর এতে বাটার দিয়ে ভাল করে মাখিয়ে রাখুন।

এবার, একটি ওভেনপ্রুভ ডিশে আপেল স্লাইসগুলো বিছিয়ে নিন। তার উপর ব্রাউন সুগার ছিটিয়ে এবং ক্যারামেল ঢেলে দুই মিনিট ওভেনে বেইক করুন। দু’মিনিট পর ডিশটি ওভেন থেকে বের করে উপরে বিস্কুট গুড়ো ও বাটারের মিশ্রণটি সমান ভাবে ঢেলে, ওভেনে আরও তিন মিনিট বেইক করুন। গরম গরম পরিবেশন করুন।

যদি এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়, তাহলে http://ow.ly/DwDWF এ গিয়ে ‘অ্যাপেল ক্রাম্বল উইথ বাটার কুকিজ’ বানানোর পদ্ধতি বিস্তারিত ভাবে দেখে নিতে পারেন। ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকলে  ইউটিউব পেইজ www.youtube.com/GoldMarkFoods‘এ গিয়ে সাবস্ক্রাইব করুন, উপভোগ করুন আমাদের অন্যান্য ভিডিওগুলো। গোল্ডমার্ক বিস্কুট ও কুকিস দিয়ে আপনারও মজার মজার রেসিপি থাকলে, আপনার রেসিপির ছবিসহ ম্যাসেজ করুন www.facebook.com/GoldMarkFoods’এ গিয়ে গোল্ডমার্ক’এর ফেইসবুক পেইজে এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার! এছাড়া আপনাদের কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে সেটাও গোল্ডমার্ক’এর ফেইসবুক পেইজে শেয়ার করতে পারেন।

</div>  </p>