বৃষ্টি মেয়ে

মঈন মুরসালিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2013, 10:03 AM
Updated : 23 July 2013, 10:08 AM

রিনিক ঝিনিক নূপুর পায়ে
বৃষ্টি মেয়ে আসল গাঁয়ে
সঙ্গে কদম ফুল
বানিয়ে কানের দুল,
নেচে নেচে গান শোনাবে
পাল তোলা ঐ নায়ে,
ছোট্ট খুকি ঘর থেকে বার
হচ্ছে পায়ে পায়ে।

বৃষ্টি মেয়ের গানের তালে
সুর উঠবে টিনের চালে
হারিয়ে যাবে মন
কত্ত আয়োজন।
সিমের বিচি, বাদাম-ছোলা
থাকবে সবার মুখে,
বৃষ্টিতে আজ ভিজবে আহা
ভিজবে খুকি সুখে।