পাল্টে যাওয়া দিন

শহীদুল ওয়াহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2013, 10:01 AM
Updated : 23 July 2013, 10:08 AM

নদীচরাচরে দেখেছি অনেক পাখি
দেখেছি অনেক বাবুই পাখির ঝাঁক
এখন কোথায় পাখির সে ডাকাডাকি?
নেই কাশবন, নেই সে নদীর বাঁক। 

নেই চখাচখি, নেই আর বালিহাঁস
তাদের জন্য নেই জল-জলাশয় 
পাখিরা কোথায় করবে যে বসবাস?
পাখিদের এল দুর্দিন নিশ্চয়!

নদী মরে গেছে-- নেই খেয়া পারাপার
রাখালের বাঁশি বাজে না তো আর মাঠে,
বাতাসের ঘ্রাণে তৃপ্তি মেটে না আর
আগের মতন আড্ডা জমে না হাটে।

গ্রামগুলো নাকি শহরের ছোঁয়া পেয়ে
হারিয়েছে তার সবুজের সমারোহ
কেউ কি বোঝে না, দুর্যোগ এলে ধেয়ে
প্রকৃতির মাঝে দেখা দেবে বিদ্রোহ।