আয় রে ছুটে আয়

আরিফ নজরুল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2013, 09:59 AM
Updated : 23 July 2013, 10:07 AM

ধান কাউনের গন্ধে মাতাল
সোনা রংয়ের মাঠ
গাঁয়ের শেষে নদীর ঘাটে
গাঁও গেরামের হাট।

সবুজ টিয়ের কমলা ঠোঁটে
ধান কাউনের শিষ
উড়বে খোকন সবুজ ঢেউয়ে
সঙ্গে যদি নিস।

বাঁকের পরে বাঁক নিয়ে যায়
বাবুই পাখির দল
খোকন বলে তোদের সঙ্গে
আমায় নিয়ে চল।

একপা-দুপা ফেলে খোকন
সামনে ছুটে যায়
মা ডাকে তার কোথায় খোকন
আয় রে ছুটে আয়।