আটুল-বাটুল ভূত

খুব বেশি না, খাবার মেনু, আস্ত গরু চাই।” চক্ষু সবার ছানাবড়া, ভূতে নাচায় ভুরু।

>> বিএম বরকতউল্লাহ্বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2014, 09:31 AM
Updated : 28 May 2014, 09:31 AM

ভূত ঢুকেছে রান্নাঘরে, আটুল-বাটুল ভূত

এদিক-সেদিক তাকিয়ে বলে, “পাই না কোথাও যুৎ

চলে এলাম ঘরের ভেতর, কী আছে দাও খাই

খুব বেশি না, খাবার মেনু, আস্ত গরু চাই।”

চক্ষু সবার ছানাবড়া, ভূতে নাচায় ভুরু।

শেরু চাচা নিয়ে এলেন, ভূত তাড়ানো গুরু।

গুরু এসে শুরু করেন ভূত তাড়ানোর কাজ।

বলল ভূতে “গরুর বদল, তোকেই খাব আজ।”

গরুর বদল গুরু খেয়ে, আরাম করে ভূত;

তারপরও তো ভূতটা বলে, “পাই না কোথাও যুৎ!”