পাহাড় ও মেঘের ছড়া

চন্দনকৃষ্ণ পালবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2022, 06:02 AM
Updated : 7 June 2022, 06:09 AM

দূরের পাহাড় তুমি

দূর থেকে খুব কাছে মনে হয় তারে

কাছে যেতে পথ ফুরায় না তো,

বেড়ে যায় বারে বারে।

দূর থেকে হাসে, আহ্বান করে, ‘আসো’

আমার চূড়ায় দাঁড়িয়ে এবার হাসো।

যেতে যেতে পথ শেষ হলে পরে হাসি

মাথা উঁচু করা পাহাড় তোমাকে

আমরা যে ভালোবাসি।

চূড়ায় দাঁড়িয়ে দিগন্তকে দেখি

মন হয়ে যায় বড়

বাড়ালাম হাত পাহাড় তুমি

আমার হাতটি ধরো।

ও মেঘ কনে

হওয়ার কথা

অঝোর ধারার

বৃষ্টি,

ভিজবে সবাই

অবুজ সবুজ

সৃষ্টি।

গান ধরবে

তুমুল সুরে

ব্যাঙ,

নাচবে তা ধিন

ছড়িয়ে লম্বা

ঠ্যাঙ।

কিন্তু আজ

মেঘের কনে

হাওয়া

আকাশ জুড়ে

যায়নি তাকে

পাওয়া।

ও মেঘ কনে

কোথায় গেলে

তুমি,

তুমুল রোদে

পুড়ছে জন্ম-

ভূমি।

কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!