কিডজের ঈদ আয়োজন

মহামারীর প্রকোপের পর আবার স্বাভাবিক জীবনে ফিরছে দেশ। পড়াশোনার ক্ষতি কাটিয়ে স্কুল-কলেজে ফিরেছে শিশু-কিশোররা, শূন্য খেলার মাঠ ভরেছে কলকাকলিতে।

কিডজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2022, 02:46 PM
Updated : 26 April 2022, 02:58 PM

বাংলা নববর্ষ উদযাপনের পর সবাই প্রস্তুতি নিচ্ছে একসঙ্গে ঈদের খুশি ভাগাভাগির। এই সময় সবার আনন্দের সঙ্গী হতে শিশু-কিশোরদের জন্য দেশের প্রথম অনলাইন ম্যাগাজিন ‘কিডজ’ প্রকাশ করেছে ঈদ সংখ্যা-২০২২।

স্বল্প সময়ের ঘোষণায় সারা দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিশু-কিশোর নানা বিষয়ে লেখা পাঠিয়েছে কিডজে। যাদের লেখা নির্বাচিত হয়েছে তাদের অভিনন্দন, যাদের লেখা এই সংখ্যায় ছাপা হয়নি, তাদের মন খারাপ করার কিছু নেই।

তোমরা লেখালেখি চালিয়ে যাবে এবং অবশ্যই কিডজে লেখা পাঠাবে, তোমাদের লেখা ছাপাতেই আমাদের যত আনন্দ। সবাইকে শুভ নববর্ষ ও ঈদ মোরারক।

কবিতা

অঙ্কিতা সরকার- ঈদের দিনে সবাই আপন

অনাবিল রোদ্দুর- মানুষের উন্নতি

আরিশা আরিবা- কিটি ও আমি

ইলিয়া বিনতে কবির- এবারের ঈদ অন্যরকম

পিয়াস মজিদ- অবন্তীর যেমন বহ্নিশিখা

মুহম্মদ নূরুল হুদা- শিশুমঙ্গল ও অন্যান্য কবিতা

মিনার মনসুর- ওদের যখন দেখি

ছড়া

খালেদ হোসাইন- বিষ্টি এলো বৈশাখে

আবৃত্তি

ঈশানা ব্যানার্জী- বৈশাখ বলল ইস্ আমি ছিলাম ভাগ্যিস

নিবন্ধ

‘তুই একটা অপদার্থ!’  

সূরাইয়া ইসলাম মুন্নি- পরীক্ষাভীতি ও সমাধান

ভ্রমণ

ফাতিমা জাহান- ফিলিপিনো আন্ডারওয়াটার পার্ক

পরিবেশ-প্রকৃতি

সালেক খোকন- পাখিপ্রেমীদের গ্রামে

চলচ্চিত্র

আলম খোরশেদ- মুক্তির ছবি ‘মুক্তির গান’

বিতর্ক

আফরিদা জিননুরাইন উর্বী- যুক্তি, তক্কো আর গপ্পো

খেলাধুলা

আরিফুল ইসলাম রনি- সাক্ষাৎকার: তামিম ইকবাল, আনন্দে টইটম্বুর ছেলেবেলা

মোহাম্মদ জুবায়ের- স্বপ্ন দেখো ফুটবল নিয়ে

অনুবাদ

চাঁদের খরগোশ  

রানাকুমার সিংহ- চারটি গ্রিক উপকথা

গল্প

আদিবা- ছাদবন্ধু কাজলা

আরোহী পিয়াস বৈদ্য- স্বপ্নে এমা

আশিক মুস্তাফা- জুটুন মামার বাঘযাত্রা

জব্বার আল নাঈম- হারানো বেড়াল

ঝর্না রহমান- মিষ্টুর ব্যাকরণ

মনি হায়দার- মাছের সুড়ঙ্গে পাতলাদা

মাসুম আওয়াল- রূপল ও কা-কা কি-কি

মাসুম মাহমুদ- ভূতের রূপকথা

মুরসালীন আবদুল্লাহ মেঘ- পাকস্থলীর গল্প

রণজিৎ সরকার- ফুলপরির বন্ধু

রবিউল কমল- তুতুন ও তিতির

শামস সাইদ- নয়নের চশমা

শাহাদুজ্জামান- পৃথক পৃথিবী

শেফায়েতুল জান্নাত সানিয়া- জোড়া পাখি

সানজিদা সামরিন- গল্পেরা চুপটি করে থাকে

রম্য

রাব্বী আহমেদ- ক্যাডেট কলেজে বিশ্বকাপ

কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!