ঈদের দিনে সবাই আপন

অঙ্কিতা সরকারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2022, 11:55 AM
Updated : 26 April 2022, 11:55 AM

ঈদ এলো সবার কাছে

আনন্দের ঝুড়ি নিয়ে,

ঈদের দিনের সালামিতে

মনটি যায় ভরে।

নতুন নতুন জামা পরে

নামাজ পড়ি সেমাই খাই,

মজার মজার গল্প কথায়

হেসে খেলে খুশি সবাই।

আনন্দেতে নাচে মন

এটাই ঈদ উদযাপন,

ছোট বড় ধনী গরিব

ঈদের দিনে সবাই আপন।

আলোর কবি

নীল আকাশ, প্রাণের বাতাস

নদীর তীরে ফুটলো কাশ

দুল পরেছি শিউলি ফুলের

ভাসলো ভেলা সাদা মেঘের।

উড়ছে পাখি মেলছে ডানা

হতাশ হতে করছি মানা।

সকালবেলায় উঠলো রবি

চল সবে হই আলোর কবি।

লেখক পরিচিতি: শিক্ষার্থী, চতুর্থ শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়

কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!