ওদের যখন দেখি

মিনার মনসুরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2022, 11:50 AM
Updated : 26 April 2022, 11:50 AM

কত্তো খাবার হোটেল-মোটেল

এমনকি ফুটপাতে;

মা গো, তবু কেন অ্যাত্তো মানুষ

ভিক্ষাপাত্র হাতে?

কত্তো খাবার থাকছে পড়ে মা... মা গো

তোমার-আমার পাতে;

বলো, তবু কেন ক্ষুধার্ত চিৎকারে

ঘুম ভেঙে যায় রাতে?

বুকটা আমার হুহু করে মা...মা গো

ওদের যখন দেখি;

শূন্য থালার করুণ কান্না দেখে

সব মনে হয় মেকি।

ঢাকা, ৮ এপ্রিল ২০২২

কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!